রাস্তাঘাট ফাঁকা রাস্তাঘাট ফাঁকা - ajkerparibartan.com
রাস্তাঘাট ফাঁকা

2:49 pm , July 3, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে শুরু হওয়া কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন শনিবার দিনভর বৃষ্টি থাকায় বরিশাল নগরীর ছিলো জনশূন্য। এছাড়া নগরীর প্রধান সড়কগুলোতে আইন-শৃংখলা বাহিনী ও জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মুখে অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হতে পারেনি। শহরে রিক্সা ও জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠানের গাড়ি বাদে কোন যান চলাচল করেনি। দোকানপাটও ছিলো পুরোপুরি বন্ধ।
সরেজমিনে দেখা গেছে, জনসমাগম রোধে বরিশাল জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালতের দল কাজ করেছে। এসময় অপ্রয়োজনীয় কাজে বের হওয়া ব্যক্তিদের জরিমানা করেছেন বিচারকরা। প্রধান সড়কগুলোর মোড়ে মোড়ে পুলিশ-র‌্যাবের বিশেষ চেকপোস্ট থাকায় শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলেছেন জরুরী কাজে বের হওয়া ব্যক্তিরা। শহরতলীর এলাকাগুলোতে স্বাস্থ্যবিধি অমান্য করে অহেতুক ঘুরে বেড়াতে দেখা গেছে। তবে বরিশাল নগরীর কোথাও গণপরিবহণ চলাচল করতে দেখা যায়নি। এতে ভোগান্তি পোহাতে হয়েছে জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরতদের। জনসাধারণকে ঘরে রাখতে মেট্রোপলিটন পুলিশের ২০টি দল নগরীতে অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি মাঠে রয়েছে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালতের দল। অভিযানে খুব জরুরী কাজ ছাড়া ঘর থেকে বের হলেই দিতে হচ্ছে অর্থদ-। সেবাদানকারী প্রতিষ্ঠান খোলা থাকায় চাকুরীজীবীদের চরম ভোগান্তির মধ্য দিয়ে কর্মস্থলে যেতে দেখা গেছে। সড়ক যানশূন্য থাকায় গুণতে হয়েছে অতিরিক্ত ভাড়া। আইন শৃংখলা বাহিনীর তৎপরতার কারনে নগরীর বাণিজ্যিক এলাকা সদর রোড, গীর্জা মহল্লা, চকবাজার, কাটপট্টিসহ অধিকাংশ এলাকার দোকানপাট ছিলো বন্ধ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ জানান, খুব জরুরী কাজ ছাড়া বাইরে আসলেই তাদের আমরা জরিমানা করছি। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিতে বরিশালে কঠোর অভিযান চালাচ্ছে একাধিক ভ্রাম্যমাণ আদালতের দল।
পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশের ২০টি দল কাজ করে যাচ্ছে। নগরবাসীকে ঘরে রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT