নগরীসহ জেলা লকডাউনের আওতায় আনতে সিভিল সার্জনের সুপারিশ নগরীসহ জেলা লকডাউনের আওতায় আনতে সিভিল সার্জনের সুপারিশ - ajkerparibartan.com
নগরীসহ জেলা লকডাউনের আওতায় আনতে সিভিল সার্জনের সুপারিশ

3:17 pm , June 23, 2021

রাইসুল ইসলাম অভি, অতিথি প্রতিবেদক ॥ বরিশাল নগরী ও জেলায় করোনা ভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় অচিরেই বরিশাল জেলা ও মহানগরকে কঠোর লকডাউনের আওতায় আনার জন্য জেলা প্রশাসককে সুপারিশ করেছে সিভিল সার্জন।এ সংক্রান্ত একটি চিঠি গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কাছে প্রেরন করে সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন। চিঠিতে উল্লেখকরা হয় বরিশালে বিগত ১ সপ্তাহে করোনায় সংক্রমন বেড়েছে।পাশাপাশি বেড়েছে মৃত্যুহারও।এ অবস্থা চলতে থাকলে বরিশালে করোনা ভয়াবহ রুপ নিতে পারে।তাই যতদ্রুত সম্ভব বরিশালকে কঠোর লকডাউনের আওতায় আনতে পরামর্শ দেয়া হয় ঐ চিঠিতে।সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেন। তবে বরিশাল জেলা প্রশাসক জস্মি উদ্দিন হায়দারের কাছ থেকে এ বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।প্রসঙ্গত বিগত ১ সপ্তাহে বরিশাল জেলায় করোনা সংক্রমনের হার বেড়ে গেছে অস্বাভাবিক ভাবে।গেল সপ্তাহে যেখানে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল ৭/৮ জন সেখানে এখন সংক্রমন ৫৪ জন এ দাড়িয়েছে।এর আগে খুলনা বিভাগের সাথে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সাথে সড়ক পরিবহন বন্ধের সুপারিশ করে বিভাগীয় কমিশনারকে চিঠ দিয়েছিল বিভাগীয় স্বাস্থ্য প্রশাসন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT