গৌরনদীতে ইউপি সদস্যের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগ গৌরনদীতে ইউপি সদস্যের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগ - ajkerparibartan.com
গৌরনদীতে ইউপি সদস্যের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগ

2:23 pm , June 11, 2021

গৌরনদী প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও একটি কাবিখা প্রকল্পের সভাপতির মোঃ মেজবা উদ্দিন কাজীর স্বাক্ষর জাল করে উপজেলা প্রকল্প অফিস থেকে বিলের ৭৫ হাজার টাকা তুলে নিয়ে আত্মসাত করেছে চাঁদশী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্যে ও গৌরনদী উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাসেল সরদার (২৪) । এ ঘটনায় শুক্রবার গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, ২০২০-২০২১ অর্থবছরে স্থানীয় সংসদ সদস্যের কোঠায় কাবিখা প্রকল্পের অর্থায়নে গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি গ্রামে কাবিখা প্রকল্পের মাধ্যমে তিন লাখ টাকা ব্যয়ে একটি রাস্তার প্রকল্প গ্রহন করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মেজবা উদ্দিনকে প্রকল্পের সভাপতি করা হয়। প্রকল্প সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোঃ মেজবা উদ্দিন কাজী জানান, গত মে মাসে প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করেন। ইতোমেধ্য চলতি বিল হিসেবে তিনি একটি বিল উত্তোলন করেন। কাজ শেষ করে গত ৭ জুন দ্বিতীয় চলতি বিল পাওয়ার জন্য গৌরনদী উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আহসান হাবিবের কাছে চূড়ান্ত বিল চেয়ে আবেদন করেন। গৌরনদী উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আহসান তাকে পরের দিন আসতে বলেন। পরের দিন গত ৮ জুন বিল আনতে গেলে আহসান হাবিব জানান আপনার দ্বিতীয় চলতি বিলের ৭৫ হাজার টাকার বিল দেয়া হয়েছে এবং তা তুলে নিয়ে গেছে। আওয়ামীলীগ নেতা মোঃ মেজবা উদ্দিন কাজী অভিযোগ করে বলেন, আমি খোজ নিয়ে জানতে পারি আমার স্বাক্ষর জাল করে চাঁদশী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্যে ও গৌরনদী উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাসেল সরদার (২৪) ৭৫ হাজার টাকার বিল তুলে নিয়েছে। আমি কোন বিলে স্বাক্ষর করি নাই কি করে বিল তুলে নেয়া হয় পিআইও আহসান হাবিবের কাছে জানতে চাইলে তিনি আমার সাথে অসৌজন্যমূলক আচরন করেন। গৌরনদী উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাদের যোগ সাজসে জাল জালিয়াতি করে আমার বিলের ৭৫ হাজার টাকা তুলে নেয়া হয়েছে। এর দায়দায়িত্ব উপজেলা প্রকল্প কর্মকর্তাকেই বহন করতে হবে। এ ঘটনায় মোঃ মেজবা উদ্দিন কাজী শুক্রবার গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ করেছে। স্বাক্ষর জালিয়াতি করে প্রকল্পের অর্থ আত্মসাৎ করায় ইউপি সদস্যে রাসেল ও ঘটনায় সহায়তাকারী প্রকল্প কর্মকর্তার শাস্তি দাবী করেন মেজবা উদ্দিন। গৌরনদী উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আহসান হাবিবের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমার অফিস থেকে মেম্বর রাসেল সরদার বিলটি তুলে নেন। তাকে জিজ্ঞাসা করলে সে বিলের টাকা ফেরত দেয়ার আশ্বাস দেন এবং রোববার বিষয়টি বসে মিমাংসার কথাও জানান। প্রকল্প চেয়ারম্যানের স্বাক্ষার ছাড়া কিভাবে বিল করা হল জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি প্রকল্প কর্মর্তা আহসান হাবিব। লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT