শহীদ জননী সাহান আরা বেগম ছিলেন মাথার উপর ছায়া শহীদ জননী সাহান আরা বেগম ছিলেন মাথার উপর ছায়া - ajkerparibartan.com
শহীদ জননী সাহান আরা বেগম ছিলেন মাথার উপর ছায়া

3:41 pm , June 7, 2021

দোয়া মিলাদের পূর্বে স্মৃতিচারনে বক্তারা

নিজস্ব প্রতিবেদক ॥ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মাতা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রথম মৃতবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আসর বরিশাল কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ছাদেকুল আরেফিন, জেলা পরিষদের চেয়ারম্যান মো: মইদুল ইসলাম, পুলিশ কমিশনার মোঃ শাহবুদ্দিন খান, অতিরিক্ত ডিআইজি মোঃ এহসান উল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. একে এম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. আফজালুল করিম, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, সহ-সভাপতি এসএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজী মিরাজ, বিসিসির প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, এ্যাড. রফিকুল ইসলাম খোকন, কাউন্সিলর সাঈদ আহমেদ মান্না প্রমুখ। এ সময় মরহুমার প্রতি স্মৃতিচারন করে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস বলেন, ৭৫ পরবর্তী সময়ে নেতা কর্মিদের সমস্যা সুখ দু:খের কথা শুনতেন সাহান আরা বেগম। সকলের মনে সাহস দিয়ে ছায়া হয়ে ছিলেন তিনি। মাথার উপর থাকা সেই ছায়াটি এক বছর হয়ে গেছে হারিয়েছি। ৭৫’এর কালো রাতে গুলিবিদ্ধ হয়ে শুকান্ত বাবুকে হারিয়ে তিনি সেদিন কোলের শিশু সাদিক আব্দুল্লাহকে জড়িয়ে রেখেছিলেন। তার স্বপ্ন ছিল সেই শিশু সাদিক আব্দুল্লাহ মেয়র হয়ে বরিশালের মানুষের সেবা করবে। সাদিক ঠিকই মেয়র হয়েছে। তার যোগ্য সন্তান আজ মানুষের মাঝে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু তিনি তা মন ভরে দেখে যেতে পারেননি। বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দোয়া-মোনাজাত শেষে সকলের কাছে তার গর্ভধারীনি মায়ের জন্য দোয়া-কামনা করেন। দোয়া-মোনাজাতের পূর্বে স্মৃতিচারন করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT