বরিশালে করোনায় ২৪ ঘন্টায় শনাক্ত ৬, মৃত্যু ১ বরিশালে করোনায় ২৪ ঘন্টায় শনাক্ত ৬, মৃত্যু ১ - ajkerparibartan.com
বরিশালে করোনায় ২৪ ঘন্টায় শনাক্ত ৬, মৃত্যু ১

2:11 pm , May 16, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু ও ছয় জন নতুন শনাক্ত হয়েছে। রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও শেবাচিম হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বরিশাল জেলায় নতুন আক্রান্ত এক জন নিয়ে ৬ হাজার ৮৫৭ জন, পটুয়াখালীতে নতুন শনাক্ত নেই। এ জেলায় মোট আক্রান্ত দুই হাজার ১৮৪ জন। ভোলায় নতুন করে চার জন আক্রান্ত হয়েছেন। এ জেলায় মোট আক্রান্ত এক হাজার ৮৪৪ জন, পিরোজপুর জেলায় গত ২৪ ঘন্টায় একজন আক্রান্ত হয়েছেন। পিরোজপুরে মোট আক্রান্ত এক হাজার ৬২৩ জন। বরগুনায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। ফলে আক্রান্তের সংখ্যা পূর্বের দিনের মত এক হাজার ২৪২ জনে রয়েছে। ঝালকাঠিতেও নতুন শনাক্ত না হওয়ায় মোট আক্রান্ত এক হাজার ৩০১ জনে অবস্থান করছে। বিভাগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৭৪ জন। এর মধ্যে বরিশালে ১১৮ জন, পটুয়াখালীতে ৫০ জন, ভোলায় ২৫ জন, পিরোজপুরে ৩১ জন, বরগুনায় ২৪ জন ও ঝালকাঠিতে ২৬ জন। এদিকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) হাসপাতালের পরিচালকের কার্যালয়ের তথ্য সংরক্ষক জে.খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাবে ১৭ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫ জন নেগেটিভ ও ১ জন পজিটিভ পাওয়া গেছে। হাসপাতালের করোনা ইউনিটে ৪২ জন চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ৩২ জন উপসর্গ নিয়ে ও ১০ জন করোনা রোগী রয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT