লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা - ajkerparibartan.com
লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা

1:51 pm , April 16, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ মহামারী প্রাণঘাতী নোবেল করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় বরিশাল জেলা প্রশাসনের দুইটি মোবাইল কোর্ট মাঠে অবস্থান করেছে। শুক্রবার নগরীর বিভিন্ন সড়কে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস এবং নিরুপম মজুমদার। এসময় তারা করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম এর অংশ হিসেবে লিফলেট ও মাস্ক বিতরণ করেন। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান রুপাতলী, সাগরদী বাজার, কাশিপুর বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৩ টি প্রতিষ্ঠানকে ৬০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। অপরদিকে নগরীর চকের পুল ও সদর রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযানকালে ৫ ব্যক্তিকে ২ হাজার ৩০০ টাকা অর্থদন্ড দেয়া হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT