বিরল রোগে ববি ছাত্রের মৃত্যু বিরল রোগে ববি ছাত্রের মৃত্যু - ajkerparibartan.com
বিরল রোগে ববি ছাত্রের মৃত্যু

3:32 pm , April 15, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ করোনার মহামারির মধ্যেই দেশে দেখা দিলো ‘স্টিভেন জনসন সিনড্রোম’ নামক বিরল এক রোগ। এতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরে মৃত্যুবরণ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহদী। মাহাদী ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে ৪র্থ বর্ষের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন। তিনি মাহাদীর মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আবদুল্লাহ আল মাহদীর বাড়ি সিলেটের মৌলভীবাজারে।
আবদুল্লাহ আল মাহদীর বন্ধু সলিম স্বজনদের বরাত দিয়ে জানিয়েছেন, কিছুদিন ধরে মাহাদীর হালকা ঠান্ডা, জ্বর, চোখ লাল আর শরীরে ফোকসা পড়া শুরু হয়েছিলো। ডাক্তার দেখানোর পরে পক্স হিসেবে আইডেন্টিফাই করছে। সেভাবেই চিকিৎসা চলছিল। কিন্তু পরের দিন থেকে জ্বর বাড়া শুরু করে, শরীরে ফোসকার পরিমান বেড়ে যায়। ১০৩-৪ ডিগ্রি জ্বর থাকার কারণে জামালপুর মেডিকেলে নেওয়া হয়েছিলো। সেখানে ইমার্জেন্সি ডাক্তাররাও পক্স হিসেবেই আইডেনটিফাই করেছে। পরে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে রিলিজ দিয়েছিলো। রাতে আবার সেই ১০৪/৫ ডিগ্রি জ্বর। ডাক্তারের সাথে আলাপ করে ঢাকা আনা হয়। ঢাকায় অনেক হাসপাতাল ঘোরাঘুরির পরে রাত সাড়ে ১১টার দিকে ফ্রেন্ডশিপ স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আইসিইউতে এডমিট করা হয়। তখন ডাক্তার নিবির পর্যবেক্ষন করে বলেন এই রোগ স্টিভেন জনসন সিনড্রোম। খুব বেশি রেয়ার একটা রোগ। জ্বিনগত সমস্যার কারনে মাঝে মাঝে হয়। আর লক্ষণ অনেকটাই পক্স এর মত তাই সহজে আইডেন্টিফাই করা যায়না। স্টিভেন জনসন সিনড্রোম মূলত তীব্র প্রতিক্রিয়া সম্বলিত (যুঢ়বৎংবহংরঃরারঃু) একটি বিরল রোগ, যাতে সাধারণত এক মিলিয়নে ২-৭ জন ব্যক্তি আক্রান্ত হন। এতে ত্বক ও মিউকাস ঝিল্লি আক্রান্ত হয়। দেহের চামড়া, ঠোঁট, মুখ গহ্বর, কণ্ঠ, অন্ত্র, পায়ু, মূত্রনালি, চোখ ইত্যাদি সবকিছুই এ রোগে আক্রান্ত হতে পারে। এছাড়া ফোসকা পড়ে যায়। জীবাণু সংক্রমণও হতে পারে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT