করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে -পুলিশ কমিশনার করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে -পুলিশ কমিশনার - ajkerparibartan.com
করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে -পুলিশ কমিশনার

3:21 pm , March 31, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। এটা আমাদের জীবনের প্রশ্ন, এটা আমাদের বেঁচে থাকার প্রশ্ন, এটা আমাদের দেশ রক্ষার প্রশ্ন। এতে কোনো ছাড় নয়। ‘মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ’ শ্লোগান নিয়ে গতকাল বুধবার জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। নথুল্লাবাদ বাস টার্মিনালে মহানগর ট্রাফিক পুলিশের আয়োজনে সভায় পুলিশ কমিশনার স্বাস্থ্যবিধি মেনে চলার উপরে করোনা পরিস্থিতি নির্ভর করে। নিজেদের হাতেই রয়েছে করোনার সুরক্ষা। স্বাস্থ্যবিধি মেনে জনসচেতনতা মূলক সভায় অংশগ্রহণের জন্য বাস মালিক-শ্রমিক সকলকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, দেশের প্রয়োজনে জনগণের বিপদে পরিবহন সেক্টরের একজন গুরুত্বপূর্ণ সদস্য স্বাস্থ্যবিধি মেনে চলার ও অন্যকে উৎসাহিত করার তাগিদ দেন পুলিশ কমিশনার। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ও মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা ও মোঃ মনজুর রহমান, উপ-পরিচালক মোঃ জিয়াউর রহমান, বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক গোলাম মোশরেক বাবলু, যুগ্ন-সাধারন সম্পাদক কিশোর কুমার দে ও বরিশাল জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT