দুই দিন পর ৮ রুটে বাস চলাচল শুরু দুই দিন পর ৮ রুটে বাস চলাচল শুরু - ajkerparibartan.com
দুই দিন পর ৮ রুটে বাস চলাচল শুরু

3:08 pm , March 25, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ টানা দুইদিন বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, খুলনাসহ ৮ রুটে বাস চলাচল শুরু হয়েছে। এর ফলে ওইসব রুটে যাত্রীদের মাঝে ফিরেছে স্বস্তি।
জানা গেছে, বাস শ্রমিকদের মারধর ও বাসের ক্ষয়ক্ষতির অভিযোগে রূপাতলী এলাকার সুমন মোল্লাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঝালকাঠি বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।
রূপাতলী বাস মালিক সমিতির সভাপতি আব্দুল মোমিন কালু বলেন, ঝালকাঠি বাস মালিক সমিতির নেতাদের সাথে বুধবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়েছে। বৈঠকে অভিযুক্ত সুমন মোল্লাকে গ্রেফতারের আশ্বাস দিলে বাস মালিক-শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।
বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম জানান, বুধবার কোতোয়ালী থানায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুর রহমানের উপস্থিতিতে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি, ঝালকাঠী জেলা বাস মালিক সমিতি ও বরিশাল নগরীর মাহিন্দ্র টেম্পু মালিক সমিতির মধ্যে সমঝোতা বৈঠক হয়। সভায় মহাসড়কে থ্রি হুইলার যানবহন চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়। সোমবার রাতে রূপাতলী বাস টার্মিনালে ঝালকাঠী জেলা বাস সমিতিভূক্ত কয়েকটি বাস ক্ষতিগ্রস্ত করার ঘটনায় ওই সমিতি একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি এজাহার হিসাবে নেয়া হয়েছে। এর প্রেক্ষিতে বাস চলাচল শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ মার্চ রাতে ঝালকাঠীর ষাটপাকিয়ায় ঝালকাঠি বাস মালিক সমিতির লোকজন চেকপোস্ট বসিয়ে মাহিন্দ্রা থেকে যাত্রী নামিয়ে দেয়। এসময় তারা মাহিন্দ্রা চালকদের মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে থ্রি-হুইলার চালকরা সুমন মোল্লার নেতৃত্বে রূপাতলী বাসস্ট্যান্ডে ঝালকাঠি বাস মালিক সমিতির কয়েকটি বাসের চাকার হাওয়া ছেড়ে দেয়াসহ ক্ষতিসাধন করে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিলো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT