আজ থেকে শুরু হচ্ছে র‌্যাপিড কিটে করোনা পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে র‌্যাপিড কিটে করোনা পরীক্ষা - ajkerparibartan.com
আজ থেকে শুরু হচ্ছে র‌্যাপিড কিটে করোনা পরীক্ষা

3:27 pm , March 22, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ আজ থেকে বরিশালে শুরু হচ্ছে অ্যান্টিজেন র‌্যাপিড কিটের মাধ্যমে করোনা পরীক্ষা। এতে সর্বোচ্চ ১০/২০ মিনিটে পাওয়া যাবে করোনার ফলাফল। সদর হাসপাতাল বাদে প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ সরকারী হাসপাতালে এ পরীক্ষা করানো হবে। আর শের-ই-বাংলা মেডিকেল কলেজে আগে থেকেই পরীক্ষা পদ্ধতিটি চালু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোঃ মনোয়ার হোসেন। তিনি বলেন, যেহেতু বরিশালে আরটি পিসিআর ল্যাব রয়েছে। তাই জেলা সদর হাসপাতালে আ্যান্টিজেন পরীক্ষা হবে না। এটা শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রয়োজন হলে ভব্যিষ্যতে সদর হাসপাতালে পরীক্ষাটি চালু করা যায় কিনা সে বিষয়ে আলোচনা করা হবে। প্রতিটি হাসপাতালে ৫’শ কিট দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন এই পরীক্ষা করার জন্য নতুন কোন নিয়মনীতি নেই। উপসর্গ নিয়ে আসলেই পরীক্ষা করা হবে। তবে কেউ নেগিটিভ হলে তার নমুনা আবার পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠাবে হবে। পরীক্ষা করার জন্য প্রত্যেক হাসপাতাল থেকে ৩ জন স্টাফকে প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস জানিয়েছে, বরিশাল বিভাগের জন্য ২০ হাজার অ্যান্টিজেন র‌্যাপিড কিট পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, করোনা পরীক্ষায় এই কিটের ব্যবহার খুবই সহজ। কিটের সহায়তায় মাত্র ১০ থেকে ১৫ মিনিটেই করোনায় আক্রান্ত কি না তা নিশ্চিত হওয়া যাবে। তিনি আরো বলেন কিটগুলো হাতে পাওয়ার পরই বিভাগের ছয় জেলার সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। সিভিল সার্জনরা কিটগুলো ব্যবহারের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পাঠিয়েছেন। তিনি আরো বলেন বরিশাল শেবাচিম হাসপাতালে আগে থেকেই র‌্যাপিড কিট রয়েছে। কিন্তু মেডিকল কলেজে পিসিআর ল্যাব থাকায় সবাই সেখানেই পরীক্ষা করাচ্ছেন। তাই এই হাসপাতালে র‌্যাপিড কিটের ব্যবহার করা হচ্ছে। প্রসঙ্গত, বরিশাল বিভাগে ২০২০ সালের ৯ মার্চ করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে এ পর্যন্ত মারা গেছেন ২০৭ জন। আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৩২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৯৮ জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT