আটকের পর ইয়াবা দিয়ে নির্যাতন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মালেক প্রত্যাহার আটকের পর ইয়াবা দিয়ে নির্যাতন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মালেক প্রত্যাহার - ajkerparibartan.com
আটকের পর ইয়াবা দিয়ে নির্যাতন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মালেক প্রত্যাহার

3:07 pm , March 11, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে যুবককে আটকের পর নির্যাতন ও ইয়াবা দিয়ে মামলা দেয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদারকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মামুন স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা গেছে। সেখানে উল্লেখ করা হয়েছে আগামী ১৪ মার্চের মধ্যে পরিদর্শক মালেক তালুকদারকে প্রধান কার্যালয়ে রিপোর্ট করতে হবে। এছাড়াও তার স্থলাভিষিক্ত হচ্ছেন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের খ সার্কেলের পরিদর্শক মো. মোস্তফা জামান। উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে পরিদর্শক আব্দুল মালেকের নেতৃতে একটি দল কাউনিয়া বিসিক রোডের বেগের বাড়ির এলাকার বাদশা সিকদারের ছেলে মারফ শিকদারকে (২০) আটক করে। পরে মারুফের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার দেখিয়ে ওই রাতেই নগরীর কাউনিয়া থানায় একটি মামলা করেন পরিদর্শক আব্দুল মালেক। কিন্তু সাম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পরিদর্শক আব্দুল মালেক তালুকদার নিজ কার্যালয়ে মারুফ সিকদারকে লাঠি দিয়ে বেধরক পেটাচ্ছিলেন। এ সময় মারুফের হাতে হাতকড়া ছিল। মারুফ চিৎকার ও আর্তনাদ করছিলেন। ছেড়ে দেয়ার আকুতি জানাচ্ছিলেন পরিদর্শক আব্দুল মালেকের কাছে। তবে এতে কাজ হয়নি। এক পর্যায়ে পরিদর্শক মালেক তার পা দিয়ে মারুফের মাথা মেঝেতে চেপে ধরে মারধর করেন। এ সময় মারুফ পানি পান করতে চাইলেও পানি না দিয়ে তাকে গালাগাল করা হয়। একটা সময় খুলে দেয়া হয় হাতকড়া। এরপর যুবকের হাতে ৫ পিস ইয়াবা দিয়ে নেয়া হয় স্বীকারোক্তি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT