মশা নিধনে শুরু হচ্ছে ক্রাশ প্রোগ্রাম মশা নিধনে শুরু হচ্ছে ক্রাশ প্রোগ্রাম - ajkerparibartan.com
মশা নিধনে শুরু হচ্ছে ক্রাশ প্রোগ্রাম

3:03 pm , March 9, 2021

হেলাল উদ্দিন ॥ বর্তমান সময়ে দেশে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে মশার উপদ্রব। বিশেষ করে রাজধানীতে মশা নিয়ে হৈ চৈ পড়ে গেছে। মশক নিধনে শক্ত হাতে মাঠে নেমেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গ্রহন করা হয়েছে ক্রাস প্রোগ্রামসহ নানা বিশেষ কর্মসূচি। রাজধানীর মত এতটা না হলেও নগরীতেও থেমে নেই মশার রাজত্ব। সম্প্রতি সময়ে নগরীতে বেশ বেড়েছে মশার উপদ্রব। যা এক ধরনের অতিষ্ট করে ফলেছে নগরবাসীকে। তাই মশক নিধনে নগরীতে শুরু হচ্ছে ক্রাস প্রোগ্রাম। এছাড়াও থাকছে বিশেষ কিছু কর্মসূচি। বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ গোলাম ফারুক এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, মশক নিধনে আমরা স্বাভাবিক কর্মসূচীর পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ গ্রহন করার পরিকল্পনা নিয়েছি। যা ধাপে ধাপে প্রয়োগ করা হবে। তিনি বলেন, বর্তমানে ৩ টি ধাপে নগরীতে মশক নিধন স্প্রে করা হচ্ছে। কিন্তু তাতে মশার উপদ্রব সহনশীল হচ্ছে না। তাই নিয়মিত স্প্রে’র পাশাপাশি বিশেষ কিছু পদ্ধতি প্রয়োগ করা হবে। তবে এখনো সুনির্দিষ্ট ভাবে কর্ম পরিকল্পনা বা পদ্ধতিগুলো গৃহীত হয়নি। খুব তাড়াতাড়ি এ বিষয়ে সংশ্লিষ্ট সকল কে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো বলেন, পর্যাপ্ত পরিমান মশক নিধন ঔষধ মজুদ রয়েছে। যার গুনগত মান পরিক্ষিত। খুব অল্প সময়ে নগরবাসীকে মশার উপদ্রব থেকে স্বস্তি দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT