উজিরপুরে প্রায় ২ বছর পর কবর থেকে কংকাল উত্তোলন উজিরপুরে প্রায় ২ বছর পর কবর থেকে কংকাল উত্তোলন - ajkerparibartan.com
উজিরপুরে প্রায় ২ বছর পর কবর থেকে কংকাল উত্তোলন

3:20 pm , March 8, 2021

উজিরপুর প্রতিবেদক ॥ উজিরপুরের বাসিন্দা বে-সরকারী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মৃত্যুর দুই বছর ময়না তদন্তের জন্য কবর থেকে কংকাল উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল সোমবার উপজেলার শোলক ইউনিয়নের গজেন্দ্র গ্রামে শিক্ষকের কবর থেকে কংকাল উত্তোলন করেছে সিআইডি। ওই শিক্ষক হলো নিরু রায়হান। সে উপজেলার গজেন্দ্র গ্রামের যোগেশ শীলের ছেলে। কংকাল উত্তোলনের সময় উজিরপুর সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্ত্তি ও উজিরপুর মডেল থানার এস আই মিজানুর রহমান উপস্থিত ছিলেন। শিক্ষকের কংকালের ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। জানাগেছে, একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন নিরু রায়হান। এনজিও’র কর্মকতা সৈয়দা শাহিন আক্তারের সাথে প্রেমের সম্পর্ক তৈরী হয় তার। এক পর্যায়ে নিরাঞ্জন শীল নিরু মুসলিম ধর্ম গ্রহন করে শাহিনাকে বিয়ে করেন। এরপর থেকে নীরু’র সাথে পরিবারের সাথে সম্পর্ক অবনতি ঘটে। এছাড়াও বাড়ির জমি নিয়ে ভাইদের সাথে একাধিক বার হাতাহাতি’র ঘটনাও ঘটেছে। জমি বিক্রি করতে নীরু রায়হান বাড়িতে অবস্থান কালে ২০১৯ সলের ২১ এপ্রিল বিকালে তার রহস্যজনক মূত্যু হয়। নীরুর স্ত্রী শাহিন আক্তার চট্রগ্রামে চাকুরি করার কারনে তাকে না জানিয়ে তারিঘড়ি করে লাশ দাফন করা হয়। পরবতির্তে ২০২০ সালের ১২ অক্টোবর নীরু রায়হানের স্ত্রী শাহিনা আক্তার বাদী হয়ে নীরু রায়হানকে হত্যার অভিযোগে বরিশাল চীফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রিট আদালতে অমল চন্দ্র শীল, বিমল চন্দ্র শীল, মনোরঞ্জন শীল , সুশান্ত শীল শান্ত, কনা রানী শীল, মিথুন জয়দীপ, অর্পিতা রানী টুম্পা, অঞ্জন শীলকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তর জন্য সিআইডি পুলিশের উপর দায়িত্ব দেয়। সিআইডি পুলিশ নীরু রায়হানের লাশ উত্তোলন হত্যা কান্ডের রহস্য উদঘাটন করতে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT