বিভাগে করোনার টিকা গ্রহনকারীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে বিভাগে করোনার টিকা গ্রহনকারীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে - ajkerparibartan.com
বিভাগে করোনার টিকা গ্রহনকারীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

3:11 pm , February 22, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে করোনার টিকা গ্রহনকারীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। গতকাল সোমবার পর্যন্ত মিলিয়ে বিভাগের ৬ জেলার ১ লাখ ১১ হাজার ৬৫ জন টিকা নিয়েছেন। এ দিকে টিকা গ্রহনকারী সবাই সুস্থ এবং স্বাভাবিক আছেন। কারো মধ্যে কোন পাশর্^ প্রতিক্রিয়া দেখা দেয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস। বরিশাল স্বাস্থ্য বিভাগীয় অফিস সুত্রে জানা গেছে, গতকাল সোমবার পর্যন্ত বরিশাল জেলায় সিটি করপোরেশনসহ ৩১ হাজার ৮১৮ জন টিকা নিয়েছেন। যাদের মধ্যে সিটি এলাকায় রয়েছেন ১২ হাজার ৯২৯ জন আর জেলায় টিকা গ্রহন করেছেন ১৮ হাজার ৮৮৯ জন। জেলা হিসাবে সব চেয়ে বেশী টিকা নিয়েছেন ভোলা জেলার বাসিন্দারা। এ জেলায় গতকাল পর্যন্ত মোট টিকা গ্রহন করেছেন ২১ হাজার ৮৯৬ জন। এরপরই রয়েছে পটুয়াখালী জেলার অবস্থান। এ জেলায় টিকা গ্রহনকারীর সংখ্যা ১৯ হাজার ৫১৩ জন। একই ভাবে পিরোজপুর জেলায় ১৭ হাজার ৯২৮ জন, বরগুনা জেলায় ১১ হাজার ৩২৮ এবং ঝালকাঠি জেলায় টিকা গ্রহন করেছে ৮ হাজার ৫৮২ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস বলেন, বিভাগের টিকা গ্রহনকারীর সংখ্যায় আমরা সন্তুষ্ট। তিনি বলেন ধীরে ধীরে প্রতিদিনই টিকা গ্রহনকারীর সংখ্যা বাড়ছে। টিকা গ্রহনকারীরা সবাই সুস্থ আছেন জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কোন জেলা থেকে পাশর্^ প্রতিক্রিয়ার একটিও অভিযোগ বা ফোন আসেনি। এটা নিঃসন্দেহে একটি ভাল খবর।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT