বরিশাল পাবলিক লাইব্রেরীর জমি রক্ষায় মানববন্ধন বরিশাল পাবলিক লাইব্রেরীর জমি রক্ষায় মানববন্ধন - ajkerparibartan.com
বরিশাল পাবলিক লাইব্রেরীর জমি রক্ষায় মানববন্ধন

3:09 pm , February 17, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ ঐতিহ্যবাহী বরিশাল পাবলিক লাইব্রেরীর ভূমি রক্ষা ও উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছেন নগরীর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। গতকাল বুধবার সকালে বান্দ রোডস্থ লাইব্রেরী সামনে বরিশাল জেলা উন্নয়ন, পরিবেশ ও ঐতিহ্য সুরক্ষা কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। লাইব্রেরীর আজীবন সদস্য অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, গ্রীন মুভমেন্ট’র জেলা সমন্বয়ক মিজানুর রহমান ফিরোজ, লাইব্রেরীর সদস্য মোজাম্মেল হক ফিরোজ, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী বরিশাল পাবলিক লাইব্রেরীতে ৩০ হাজারেরও বেশি দুর্লভ বই নষ্ট হওয়ার পথে। লাইব্রেরীর পিছনের অংশের জমিতে পাবলিক হল নির্মাণ করে বইগুলো সংরক্ষণে নগরবাসীর দীর্ঘদিনের দাবি। অথচ এই সরকারী প্রতিষ্ঠানের জমি দখল করে সেখানে বেসরকারী প্রতিষ্ঠান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ নির্মাণের চেষ্টা চালাচ্ছে একটি মহল। এই দখল চেষ্টা অব্যাহত থাকলে বরিশালবাসী তা প্রতিহত করবে। প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া হবে। প্রসঙ্গত, ১৮৫৪ সালে স্থাপিত বরিশাল পাবলিক লাইব্রেরীর আজীবন সদস্য দুই হাজার। এক সময়ে দু’জন লাইব্রেরীয়ান ও বিভিন্ন পদে ৫ জন কর্মচারী ছিল। পাঠক আসত প্রতিদিন দুই শতাধিক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT