সাধারন মানুষের ভরসার স্থল ছিলেন শহীদ জননী সাহান আরা বেগম সাধারন মানুষের ভরসার স্থল ছিলেন শহীদ জননী সাহান আরা বেগম - ajkerparibartan.com
সাধারন মানুষের ভরসার স্থল ছিলেন শহীদ জননী সাহান আরা বেগম

3:13 pm , February 16, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ জননী শব্দাবলীর উপদেষ্টামন্ডলীর চেয়ারম্যান সাহান আরা বেগমের জন্মদিন উপলক্ষে জন্ম স্মরনাঞ্জলি হয়েছে। গতকাল মঙ্গলবার শব্দাবলী গ্রুপ থিয়েটারের আয়োজনে অনুষ্ঠিত হয় জন্ম স্মরনাঞ্জলির অনুষ্ঠান। শুরুতে মরহুমা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মহিয়ষী এই শহীদ জননীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের নেতৃত্বে মরহুমার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেষ্ঠ সাংবাদিক এসএম ইকবাল, এ্যাড নজরুল ইসলাম চুন্নু, শব্দাবলী গ্রুপ থিয়েটারের সভাপতি সৈয়দ দুলাল, পংকজ রায় চৌধুরী, শব্দাবলী গ্রুপ থিয়েটারের সাধারন সম্পাদক ফারুক হোসেন, জীবন কৃষ্ণ দে, সমন্বয় পরিষদের সভাপতি নজরুল হোসেন আকাশ, পুষ্প চক্রবর্তী, টুলু রাণী কর্মকার, মিজানুর রহমান, মুকুল দাস প্রমুখ। শ্রদ্ধা নিবেদনের পর তার কর্মময় জীবন নিয়ে স্মরন সভা হয়। এ সময় বক্তরা বলেন, সাহান আরা আবদুল্লাহ ছিলেন একজন সাধারন মানুষের ভরসার স্থল। তিনি তার কর্মময় জীবনে শুধু সাধারন মানুষের জন্যই অকাতরে নিজেকে বিলিয়ে গেছেন। বক্তদের আলোচনার পরে সাহান আরা আবদুল্লাহর জীবনী নিয়ে একটি সøাইড শো পরিবেশন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT