শেবাচিম হাসপাতালের ৩২ পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৯ প্রার্থী শেবাচিম হাসপাতালের ৩২ পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৯ প্রার্থী - ajkerparibartan.com
শেবাচিম হাসপাতালের ৩২ পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৯ প্রার্থী

3:20 pm , February 9, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় শ্রেনীর জনবল নিয়োগের লিখিত পরীক্ষায় ৮৯ জন উত্তীর্ন হয়েছে। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ১৪,১৫ ও ১৬ ফেব্রুয়ারী সকাল ৯ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরিত হাসপাতালের উপ পরিচালক ও নিয়োগ কমিটির সদস্যসচিব ডাঃ আবদুর রাজ্জাক স্বাক্ষরিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। তালিকায় দেখা গেছে, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ১ টি পদের বিপরীতে ৮ জন, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) ৮ টি পদের বিপরীতে ২৮ জন, ফার্মাসিস্ট ৬ টি পদের বিপরীতে ৩২ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩ টি পদের বিপরীতে ১৫ জন, ওয়ার্ড মাস্টার ১ টি পদের বিপরীতে ২ জন, টেলিফোন অপারেটর ২ টি পদের বিপরীতে ৩ জন, লিলেন কিপার ১ টি পদের বিপরীতে ২ জন, টেইলর ২ টি পদের বিপরীতে ৪ জন, সহকারী হিসাব রক্ষক ১ টি পদের বিপরীতে ২ জন উত্তীর্ণ হয়েছেন। অন্য দিকে স্টোর কিপার ১ টি পদের বিপরীতে ১ জন এবং ড্রাইভার ৫ টি পদের বিপরীতে সমান সংখ্যক ৫ জন উত্তীর্ন হয়েছে। তবে ইন্সট্রুমেন্ট কেয়ার টেকার পদে কোন প্রার্থী উত্তীর্ণ হননি। গত ৫ ফেব্রুয়ারী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT