মারামারি থামাতে গিয়ে বিডি ক্লিন স্বেচ্ছাসেবক আহত মারামারি থামাতে গিয়ে বিডি ক্লিন স্বেচ্ছাসেবক আহত - ajkerparibartan.com
মারামারি থামাতে গিয়ে বিডি ক্লিন স্বেচ্ছাসেবক আহত

3:26 pm , February 1, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার পরিস্কার পরিচ্ছন্ন করতে এসে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী কলেজ ছাত্র। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। আহত স্বেচ্ছাসেবক হলো-জাহিদ ইরফান। সে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের অতিরিক্ত সমন্বয়ক (আইটি ও লজিষ্টিক)। এ ঘটনায় পুলিশ রেন্ট এ কারের চালক বশিরকে আটক করা হয়েছে। বিডি ক্লিন বরিশালের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমানজানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। পরিচ্ছন্নতা অভিযান শেষে স্বেচ্ছাসেবকরা বালতি, দা, কোদালসহ বিভিন্ন ধরণের সামগ্রী গোছানোর কাজ করছিলো। এ সময় তারা দেখতে পান শহীদ মিনার সংলগ্ন এলাকায় রেন্ট এ কারের দুই চালকের মধ্যে কথা কাটাকাটি করছে। এক পর্যায়ে তারা মারামারি শুরু করে। বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা এগিয়ে গিয়ে দুই জনকে নিবৃত্ত করতে দুই পাশে সরিয়ে দেয়। বশির ধস্তাধস্তির এক পর্যায়ে দৌড়ে হামলার চেষ্টা করতে গিয়ে বালতির উপর পড়ে। সেই বালতির ভেতরে থাকা ধারালো দা নিয়ে বশির অপর চালকের উপর চড়াও হয়। দা দিয়ে বশির অপর চালকের মাথায় আঘাত করতে গেলে হাত দিয়ে বাধা দেয় স্বেচ্ছাসেবক ও বিডিক্লিনের অতিরিক্ত সমন্বয়ক জাহিদ ইরফান। ধারালো দা’র আঘাতে তার ডান হাত কেটে গিয়ে ক্ষত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে বশিরকে আটক করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT