উত্তপ্ত দক্ষিনাঞ্চলের নির্বাচনী ময়দান উত্তপ্ত দক্ষিনাঞ্চলের নির্বাচনী ময়দান - ajkerparibartan.com
উত্তপ্ত দক্ষিনাঞ্চলের নির্বাচনী ময়দান

3:41 pm , January 28, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের উপর হামলা, নির্বাচনী কার্যালয়ে ভাংচুরের পাশাপাশি অগ্নি সংযোগের মধ্য দিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিনাঞ্চলের নির্বাচনী ময়দান। পৌর নির্বাচনকে ঘিরে চলমান সহিংসতায় আহত হয়েছেন পুলিশ, সাংবাদিক, উভয় পক্ষের কর্মী -সমর্থক ছাড়াও সাধারন মানুষ। তবে প্রশাষনের পক্ষ থেকে আইন শৃংখলা নিয়ন্ত্রণে থাকার দাবী করা হলেও দৃশ্যত তার কোন প্রতিফলন না দেখায় হতাশ সাধারণ জনগন। গৌরনদী পৌরসভার তৃতীয় ধাপের নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করেছে। পাল্টাপাল্টি হামলায় গুরুতর আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানায় ১২ জনকে আসামি করে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে ঝালকাঠির নলছিটি পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ খানের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের চেয়ার-টেবিল, কাপড় ও নৌকা প্রতীক সম্বলিত ডিজিটাল ব্যানার ও অসংখ্য পোস্টার পুড়ে গেছে। গত মঙ্গলবার রাত ১টার দিকে শহরের তালতলা রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। অপদিকে গত মঙ্গলবার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও তার কর্মীদের ওপর হামলার ঘটনায় সংঘর্ষে বরগুনার পাথরঘাটা পৌর এলাকা রণক্ষেত্র পরিণত হয়েছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের পাথরঘাটা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT