চরমোনাইতে মাদ্রাসা শিক্ষক ভাইয়ের নেতৃত্বে বোনের ঘরে হামলা লুট চরমোনাইতে মাদ্রাসা শিক্ষক ভাইয়ের নেতৃত্বে বোনের ঘরে হামলা লুট - ajkerparibartan.com
চরমোনাইতে মাদ্রাসা শিক্ষক ভাইয়ের নেতৃত্বে বোনের ঘরে হামলা লুট

3:16 pm , January 13, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ চরমোনাই ইউপির ডিঙ্গামানিক এলাকায় জমি দখল করতে বোনের ঘরে হামলা ও লুট করেছে মাদ্রাসা শিক্ষক ভাই। এছাড়াও বোন ও ভাগ্নিকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে। এতে আহত বোন রোকেয়া বেগম ও তার মেয়ে মাকসুদা বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত ডিঙ্গামানিক দাখিল মাদ্রাসার শিক্ষক খলিলুর রহমানের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেয়া হয়েছে। আহত রোকেয়া বেগম জানান, তিনি শিক্ষকের ছোট বোন। উত্তরাধিকার সুত্রে পাওয়া জমি সমঝোতার মাধ্যমে অদল-বদল করে ভোগ করেন। তার বাড়ীর জমির মধ্যে ভাইয়ের অংশ তিনি ও ভাইয়ের বাড়ীর মধ্যে তার অংশ ভাই ভোগ করেন। সমঝোতার মাধ্যমে ভোগ করায় তার বাড়ীতে ভাইয়ের অংশ বালি দিয়ে ভরাট করেছেন। তখন ভাই সেই জমি এসে দাবি করেন। এছাড়াও বাড়ীর তার অংশ নিজের বলে দাবি করেন। সব ধরনের চুক্তি ভঙ্গ করে দুটি জমি দখলে নিতে শুরু করে সন্ত্রাসী কর্মকান্ড। বিভিন্ন সময় উভয় জমি ছেড়ে না দিলে রোকেয়া বেগম সহ তার পরিবারের সকলকে হত্যা করার হুমকিও দেন মাদ্রাসা শিক্ষক খলিলুর রহমান। জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে মঙ্গলবার বাড়ীতে সিসি টিভি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেন রোকেয়া বেগম। এতে ক্ষিপ্ত হয়ে খলিলুর রহমান, আল-আমিন, মনসুর, বজলু, কুট্টি, জামাল, আজিজুল, সবুজ, সালাম সহ অর্ধশতাধিক ভাড়াটে নিয়ে হামলা করে। ধারালো দা, রড, শাবল ও লাঠিছোটা নিয়ে হামলা করে ঘর লুট করেছে। বাধা দিলে তাকে ও তার মেয়ে মাকসুদাকে হত্যার চেষ্টা করে। হামলার পুরো ভিডিও ফুটেজ প্রত্যক্ষদর্শিরা মোবাইল ফোনে ধারন করেছে বলে রোকেয়া বেগম জানিয়েছেন। এক ঘন্টার বেশি সময় ইট পাটকেল নিক্ষেপ করা সহ বিভিন্ন ভাবে ক্ষয়ক্ষতি সাধন করে ও লুটপাট চালিয়ে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায় ভাই খলিলুর রহমান। এ সময় তিনি বলে থানা পুলিশ তাকে কিছু করতে পারবে না, সব তিনি কিনে রেখেছেন বলে হুমকি দিয়েছেন। পরে তারা চলে গেলে স্থানীয়রা উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এই ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু খলিলুর রহমান সহ হামলাকারীদের কারও বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে রহস্যজনকভাবে চলে এসেছে পুলিশ। হামলার ঘটনায় ভাই খলিলুর রহমান এর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন রোকেয়া বেগম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT