পাথরঘাটায় হরিণের মাথাসহ ৩ টি চামড়া উদ্ধার পাথরঘাটায় হরিণের মাথাসহ ৩ টি চামড়া উদ্ধার - ajkerparibartan.com
পাথরঘাটায় হরিণের মাথাসহ ৩ টি চামড়া উদ্ধার

1:52 pm , December 22, 2020

পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটায় একটি হরিণের মাথাসহ তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। পাথরঘাটা কোস্টগার্ড সদস্যরা সোমবার রাত ৯ টার দিকে পাথরঘাটার জিনতলা খালের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় মাথাসহ ওই চামড়াগুলো উদ্ধার করেন। কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, গোপন সংবাদের উপর ভিত্তিকরে বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটা সদর ইউনিয়নের জিনতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের অবস্থান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে জিনতলা খালের গোড়া থেকে একটি হরিণের মাথাসহ তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। পরে হরিণের মাথাসহ ওই তিনটি চামড়া পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বনবিভাগের পাথরঘাটা সদর বিট কর্মকর্তা পলাশ চক্রবর্তী বলেন, এ ঘটনায় পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। অপরদিকে হরিণের মাথাটি কেরোসিন দিয়ে মাটিচাপা ও হরিণের তিনটি চামড়া সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT