মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পেল ১৯ বীরঙ্গনা মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পেল ১৯ বীরঙ্গনা - ajkerparibartan.com
মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পেল ১৯ বীরঙ্গনা

2:52 pm , December 15, 2020

হেলাল উদ্দিন ॥ মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পেয়েছে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত বিভাগের ১৯ বীরঙ্গনা। এদের মধ্যে পটুয়াখালী জেলা থেকে সর্বোচ্চ ১৫ জন বরগুনা জেলা থেকে ২ জন এবং বরিশাল ও পিরোজপুর জেলা থেকে ১ জন করে রয়েছেন। তবে এদের মধ্যে ৬ জন মৃত্যু বরন করেছেন। ১৪ ডিসেম্বর এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়। স্বীকৃতি প্রাপ্তরা হলেন- পটুয়াখালী জেলাঃ হাজেরা বেগম,ফুল বরু ওরফে ফুল বানু, মনোয়ারা বেগম,সালেহা বেগম,আনোয়ারা বেগম,ছৈতুন নেছা,রিজিয়া বেগম,মোছা. মনোয়ারা বেগম এবং জমিলা বেগম। মৃত বীরাঙ্গনারা হলেন মৃত. জাবেদা বেগম, মৃত. হাচেন বানু,মৃত. হাচন বানু,মৃত.জয়ফুন,মৃত. ছকিনা খাতুন এবং মৃত.ফুল বানু। এরা সবাই পটুয়াখালী সদরের বাসিন্দা। বরগুনা জেলাঃ বরগুনা জেলা থেকে স্বীকৃতি প্রাপ্ত ২ জনই পাথরঘাটা উপজেলার বাসিন্দা। এরা হলেন- মোসাঃ সালেহা খাতুন এবং তরুন বালা। এছাড়া মোসাঃ হাজেরা বেগম বরিশাল সদরের পুরানপাড়া এলাকার এবং রেনুকা চক্রবর্তী পিরোজপুরের ভান্ডারিয়া এলাকার বাসিন্দা।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব রথীন্দ্রনাথ দত্ত স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সারা দেশ থেকে মোট ৬১ জন কে এ স্বীকৃতি প্রদান করা হয়। প্রজজ্ঞাপনে বলা হয়েছে জামুকার ৭০ তম সভার সিদ্ধান্ত মোতাবেক বীরাঙ্গনাদের এ স্বীকৃতি প্রদান করা হলো। এসব বিরাঙ্গনারা এখন থেকে মুক্তিযোদ্ধা ভাতাসহ সরকার প্রদত্ত সকল সুযোগ সুবিদা প্রাপ্য হবেন। উল্লেখ্য নতুন ৬১ জনসহ দেশে বর্তমানে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা ৪০০ জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT