সরকারী চিকিৎসক-নার্স-স্বাস্থ্য কর্মীরা পাচ্ছেন বিশেষ ভাতা সরকারী চিকিৎসক-নার্স-স্বাস্থ্য কর্মীরা পাচ্ছেন বিশেষ ভাতা - ajkerparibartan.com
সরকারী চিকিৎসক-নার্স-স্বাস্থ্য কর্মীরা পাচ্ছেন বিশেষ ভাতা

3:19 pm , December 14, 2020

হেলাল উদ্দিন ॥ অবশেষে বিশেষ ভাতা পাচ্ছেন করোনা রোগীদের সেবায় সম্পৃক্ত সরকারী চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে প্রেরিত এ সংক্রান্ত প্রস্তাবে সম্মতি প্রদান করেছে অর্থ মন্ত্রনালয়। তবে যারা চিকিৎসা প্রদানকালীন সময়ে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত আবাসিক সুবিধা গ্রহন করেনি শুধু মাত্র সেই সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরাই এ ভাতা প্রাপ্য হবেন। অর্থ মন্ত্রনালয় ইতিমধ্যেই ভাতার হার নির্ধারনের জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি স্বাস্থ্য মন্ত্রনালয়কে প্রদান করেছে অর্থ মন্ত্রনালয়। অর্থ মন্ত্রনালয়ের বাজেট অনু বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ স্বাক্ষরিত পত্রে এ
তথ্য জানা গেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় যে সকল চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীরা সম্পৃক্ত ছিলেন। কিন্তু তারা দায়িত্ব পালনের জন্য আবাসিক সুবিধা গ্রহন করেনি। তাদের জন্য নির্ধারিত হারে দৈনিক ভাতা প্রদান করা হবে। গত ১৩ ডিসেম্বর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের সরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা অধি শাখার উপ সচিব ড.বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, দেশে করোনা সংক্রমন শুরু হবার পর রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য নিরাপত্তা ও সুরক্ষার জন্য চিকিৎসক সহ চিকিৎসা সেবায় সংশ্লিষ্ট সকলের আবাসিক ভাবে থাকার জন্য বিভিন্ন হোটেল, ডাক বাংলো বা বাসা ভাড়া করে থাকার ব্যবস্থা করে স্ব স্ব কর্তৃপক্ষ। কিন্তু অনেকেই এ সকল স্থানে না থেকে ঝুকি নিয়ে নিজ নিজ পরিবারের সাথেই থেকেছেন। সে কারনে তাদের জন্য বরাদ্ধকৃত অর্থ সরকারী কোষাগারে জমা থাকে। এই অর্থ ফেরত না নিয়ে ওই সব চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীদেরকেই দেওয়ার প্রস্তাব করে স্বাস্থ্য মন্ত্রনালয়। স্বাস্থ্য মন্ত্রনালয়ের সেই প্রস্তাবে শেষ পর্যন্ত সম্মতি জ্ঞাপন করে অর্থ মন্ত্রনালয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT