মেহেন্দিগঞ্জ উলানিয়া বাজারে শ্রমিক লীগের অফিস ভাংচুর মেহেন্দিগঞ্জ উলানিয়া বাজারে শ্রমিক লীগের অফিস ভাংচুর - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জ উলানিয়া বাজারে শ্রমিক লীগের অফিস ভাংচুর

2:59 pm , December 13, 2020

 

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উলানিয়া বাজারে শ্রমিকলীগের অফিসে হামলা, ভাংচুর ও লূটপাটের অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় শ্রমিকলীগ নেতা সহ ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন, উলানিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক গণি বয়াতী (৪১), পলাশ দে (৩২), তাছলিমা বেগম (২৮), শিপন হাওলাদার (২২), মিজান বয়াতী (৩০) ও আনোয়ার মাঝি (৩৯)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। উলানিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক গণি বয়াতী জানান, শুক্রবার সন্ধ্যায় বেল্লাল মোল্লা, মিজান মোল্লা, নোমান মোল্লা ও পাভেল মোল্লার নেতৃত্বে ৩৫/৪০ জনের কথিত সন্ত্রাসীরা শ্রমিকলীগের অফিসে অতর্কিত হামলা চালায়। এ সময় অফিসে থাকা আসবাবপত্র ভাংচুর করে মালামাল লুট করে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছবি ভাংচুর করা হয়েছে। কথিত সন্ত্রাসীদের হামলায় শ্রমিকলীগের ৫ নেতাকর্মী আহত হয়। তাদের চিৎকার শুনে শ্রমিকলীগ নেতা গণি বয়াতীর স্ত্রী তাছলিমা বেগম এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাছলিমা বেগমকেও মারধর করে। হামলাকারীদের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান শ্রমিকলীগের সাধারন সম্পাদক গণি বয়াতী। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ইন্সপেক্টর মমিন উদ্দিন জানান, হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT