উজিরপুরে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য উজিরপুরে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য - ajkerparibartan.com
উজিরপুরে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য

2:43 pm , December 12, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাবার পর তাকে নিয়ে ১৯৭২ সালের ৭ জানুয়ারি মধ্যরাতে একটি বিশেষ বিমান ইসলামাবাদ ত্যাগ করে। বিমানটি পরেরদিন ভোরে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছায়। সেই সময় বঙ্গবন্ধু যে পোশাকে ছিলেন, সেই আদলে ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। উজিরপুর উপজেলা পরিষদের সামনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের এই ভাস্কর্য নির্মাণ করছে পৌরসভা কর্তৃপক্ষ। যা মহান বিজয় দিবস উপলক্ষে উদ্বোধণ করা হবে।ভাস্কর্য নির্মানের প্রধান উদোক্তা উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী বলেন, এ উপজেলায় এই প্রথম জাতির পিতার ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। মহান বিজয় দিবসে আমরা এই ভাস্কর্যে-ই শ্রদ্ধাঞ্জলি দেব।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হওয়ার কয়েকদিন পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করাচির জেল থেকে মুক্ত হয়ে লন্ডনে যান। তখন তিনি (বঙ্গবন্ধু) যে পোশাকে এবং যে সজ্জায় ছিলেন, ঠিক সেই আদলেই বঙ্গবন্ধুর ভাস্কর্যটি নির্মাণ করা হচ্ছে। সূত্রমতে, উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর এ ভাস্কর্যটি নির্মাণের মূল কাজ শুরু হয়েছে দুই মাস আগে। যার উচ্চতা ১০ ফুট। আর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ টাকা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT