নগরীতে ব্যানার ফেস্টুন টানানে নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে সংশয় নগরীতে ব্যানার ফেস্টুন টানানে নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে সংশয় - ajkerparibartan.com
নগরীতে ব্যানার ফেস্টুন টানানে নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে সংশয়

3:26 pm , December 5, 2020

 

হেলাল উদ্দিন ॥ নগরীর সৌন্দর্য রক্ষায় ঐতিহাসিক ও গুরুত্বপূর্ন আকর্ষনীয় স্থানে ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড সাঁটানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বরিশাল সিটি করপোরেশন। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এছাড়া বর্তমানে যে সব ব্যানার বিলবোর্ড রয়েছে তা সরিয়ে ফেলতে অভিযান পরিচালনা করার কথাও বলা হয়েছে। তবে নগরীজুড়ে ক্ষমতাসীন দলের ব্যানার ফেস্টুন ছেয়ে থাকায় সিটি করপোরেশনের এই উদ্যোগ বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন নগরীর বিশিষ্টজনরা। গত বৃহস্পতিবার রাতে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস স্বাক্ষরিত ওই আদেশে বলা হয় নগরীর ঐতিহাসিক স্থান ও স্থাপনার সৌন্দর্য রক্ষায় সব ধরনের ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড সাটানো যাবে না। বিশেষ করে নগরীর বিবির পুকুর পাড়, অশ্বিনী কুমার হল চত্তর সহ আশেপাশের কোন স্থানে সিটি করপোরেশনের অনুমতি ছাড়া ব্যানার ফেস্টুন বিলবোর্ড লাগানো যাবে না। কিন্তু নগরীর সমস্ত স্থানজুড়ে ক্ষমতাসীন দলের বিশেষ করে ছাত্র ও যুবলীগের নেতাদের ব্যানার ফেস্টুন থাকায় সিটি করপোরেশনের এ উদ্যোগ ঘোষনাতেই সীমাবদ্ধ থাকবে বলে মনে করছেন নগরীর বিশিষ্ট জনেরা। তাদের অনেকেই মন্তব্য করে বলেন যে নগরী ক্ষমতাসীন দলের নেতাদের ব্যানার ফেস্টুনে ঢেকে আছে সেখানে সিটি করপোরেশনের এ উদ্যোগ সফল হবার নয়। এ বিষয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন আমরা সব সময় নগরী ব্যানার ফেস্টুন মুক্ত রাখার বিষয়ে সোচ্চার ছিলাম। কিন্তু ক্ষমতাসীন দলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন আমাদের এ আহবানে সাড়া দেয়নি। তাই বর্তমানে নগরী ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। তিনি বলেন সিটি করপোরেশনের এ ঘোষনা শুধু ঘোষনাতে থাকলেই চলবে বাস্তবে রুপ দিতে হবে। প্রয়োজনে নগরী ব্যানার ফেস্টুন বিলবোর্ড রাখতে প্রয়োজনীয় আইন করতে হবে।এ দিকে সিটি করপোরেশনের এ উদ্যোগ কে স্বাগত জানিয়েছে বরিশাল আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো। নগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. মোঃ আফজালুল করিম বলেন,এ ধরনের একটি উদ্যোগ নেয়ার জন্য সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কে ধন্যবাদ জানাই। তিনি বলেন বিবির পুকুর পাড় ও অশ্বিনী কুমার হল চত্তর উন্মুক্ত থাকা দরকার। এজন্য সিটি করপোরেশনকে প্রয়োজনীয় কঠোরতা অবলম্ভন করতে হবে। তিনি দলের নেতাকর্মীদের এ আদেশ মেনে চলার আহবান জানান।সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন বিজ্ঞপ্তি বাস্তবায়ন করতে মেয়র মহোদ্বয়ের আদেশে সব ধরনের কার্যক্রম গ্রহন করা হবে। বর্তমানে থাকা ব্যানার ফেস্টুন ওঅবৈধ বিলবোর্ড নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য কয়েকদিন সময় দেয়া হবে। তারপরই অভিযান পরিচালণা করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT