দক্ষিণাঞ্চলে ৭২ ঘন্টায় করোনা সংক্রমনের শিকার ৬৭ জন দক্ষিণাঞ্চলে ৭২ ঘন্টায় করোনা সংক্রমনের শিকার ৬৭ জন - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে ৭২ ঘন্টায় করোনা সংক্রমনের শিকার ৬৭ জন

3:04 pm , November 30, 2020

বিশেষ প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে গত ৭২ ঘন্টায় আরো ৬৭ জন আক্রান্ত হয়েছেন। এর পূর্ববর্তি ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আক্রান্তের সংখ্যা ছিল ৭৬। মৃত্যু হয়েছিল দু জনের। পূর্ববর্তি ৪৮ ঘন্টায় ৬২৭ জনের নমুনা পরীক্ষায় ৮৭ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। আর সোমবার সকালের পূর্ববর্তি ৭২ ঘন্টায় ৪৭৯ জনের নমুনা পরিক্ষায় ৮৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসেব অনুযায়ী সনাক্তের গড় হার ১৬.৬৬%। মূলত নমুনা পরীক্ষা হ্রাসের কারনেই গত ৭২ ঘন্টায় সনাক্তের সংখ্যা কিছুটা কম ছিল বলে জানা গেছে। তবে এসময়ে বরিশাল জেলায় আক্রান্ত ৩৬ জনের মধ্যে মহানগরীতেই ২৯ জন নতুন করে করোনা সংক্রমনের শিকার হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে জানা গেছে। বরগুনাতে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত তিন দিনের মধ্যে শণিবারের হিসেবে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২২৭ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের এবং ভোলাতে ১৬ জনের মধ্যে ১ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। রবিবারে বরিশালে ১৬০ জনের মধ্যে ১৭ জনের এবং ভোলাতে ২২ জনের মধ্যে দুজনের আর শণিবারে বরিশালে ১৯৫ জনের মধ্যে ৩০ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। ঐদিন ভোলাতে ১৯ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। এদিকে সোমবার সকালে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৮ জন, আইসোলেশনে ২৭ জন ছাড়াও আইসিইউ’তে আরো ৮জন চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালের পূবর্বর্তী ৭২ ঘন্টায় দক্ষিণাঞ্চলে মোট আক্রান্ত ৬৭ জনের মধ্যে বরিশালেই সংখ্যাটা ৩৬। এরমধ্যে মহানগরীতে ২৯। এখনো দক্ষিণাঞ্চলে মোট করোনা সংক্রমনের ৪০%-এর বেশী রোগী বরিশাল মহানগরীতে। অথচ বিভাগের মাত্র ৬% মানুষ এ নগরীতে বাস করে। এ মহানগরীরর ক্রমবনতিশীল পরিস্থিতিতেও করোনা সংক্রমন রোধে খুব জোড়ালো কোন পদক্ষেপ এখনো লক্ষনীয় নয়। তবে গত সপ্তাহখানেক ধরে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত। গত ৭২ ঘন্টায় পটুয়াখালীতে নতুন ১০ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৫৯৮। জেলাটিতে এ পর্যন্ত মারা গেছেন ৩৮ জন। ভোলাতে গত ৭২ ঘন্টায় ৮ জন সহ মোট আক্রান্ত হয়েছেন ৮৯৪। এ পর্যন্ত মারা গেছেন ৯ জন। পিরোজপুরে গত ৭২ ঘন্টায় ৩ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৩৮। মৃত্যু হয়েছে ৩৮ জনের। বরগুনাতেও গত ৭২ ঘন্টায় ৪ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার একজন। এ পর্যন্ত মারা গেছেন ২১ জন। আর ঝালকাঠীতে এ সময়ে ৫ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৭৮০। মৃত্যু হয়েছে ১৬ জনের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT