ভোলায় মাদ্রাসার চাল আত্মসাতে আটক ২ ভোলায় মাদ্রাসার চাল আত্মসাতে আটক ২ - ajkerparibartan.com
ভোলায় মাদ্রাসার চাল আত্মসাতে আটক ২

3:11 pm , November 28, 2020

ভোলা অফিস ॥ ভোলার পশ্চিম ইলিশায় মক্তব ও নুরানী মাদরাসার নামে বরাদ্দকৃত দুইটন চাল উত্তোলন করে আত্মসাত করায় দুই জনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকালে সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চর পালোয়ান বাড়ী থেকে মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করা হয়। এ ঘটনার সাথে জড়িত ইউসুফ পালোয়ান পলাতক রয়েছে। এসময় ৮ বস্তা চাল উদ্ধার করা হয়। জানা গেছে, সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চরজাঙ্গালিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন মক্তব ও নুরানী মাদরাসার নামে বরাদ্দকৃত দুইটন চাল উত্তোলন করে মজিবল হক পালোয়ান ও ইউসুফ পালোয়ান। উত্তোলনকৃত চাল মক্তব ও মাদ্রাসায় না দিয়ে আত্মসাত করে ইউসুফ পালোয়ানের বাসায় রেখে দেয়া হয়। বিষয়টি কমিটির লোকজন জানতে পেরে জেলা প্রশাসককে জানায়। জেলা প্রশাসক এ্যাসিল্যান্ডকে দায়িত্ব দেন। এসিল্যান্ড পুলিশের একটি টিম নিয়ে মজিবল হক পালোয়ান বাড়ীতে অভিযান চালিয়ে ইউসুফ পালোয়ানের ঘর থেকে আত্মসাৎ করা ৮ বস্তা চাল উদ্ধার করেন। এ সময় চাল আত্মসাৎ করার অভিযোগে মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করা হয়। চর জাঙ্গালিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন মক্তব ও নুরানী মাদরাসার সাধারণ সম্পাদক মোঃ শমসের আলী বলেন, মজিবল হক পালোয়ান ও ইউসুফ পালোয়ান মক্তব ও নুরানী মাদ্রাসার নাম দিয়ে দুইটন চাল উত্তোলন করে। চালগুলো মাদ্রাসায় হস্তান্তর না করে সেগুলো তারা আত্মসাত করে। বিষয়টি আমরা জানতে পেরে জেলা প্রশাসকে জানাই। জেলা প্রশাসক এসিল্যান্ড ও পুলিশ পাঠিয়ে মজিবল হকের বাড়ীতে অভিযান চালিয়ে ইউসুফের ঘর থেকে আত্মসাতকৃত ৮ বস্তা চাল উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT