বরিশাল সাংস্কৃতিক সংসদের সিরাতুন্নবী (স.) সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বরিশাল সাংস্কৃতিক সংসদের সিরাতুন্নবী (স.) সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - ajkerparibartan.com
বরিশাল সাংস্কৃতিক সংসদের সিরাতুন্নবী (স.) সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

3:15 pm , November 27, 2020

 

নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্বমানবতার মুক্তির দিশারী মুহাম্মদ (স.) এর আদর্শ জীবনে ধারণ ও বাস্তবায়নের মাধ্যমে ইসলামের শত্রুদের সকল ধরনের আপপ্রচারের জবাব দেয়ার আহবান জানিয়েছেন বক্তারা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়ামে বরিশাল সাংস্কৃতিক সংসদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। তারা বলেন- রাসুল (স.) শুধু একজন নবী-ই ছিলেন না, তিনি একজন রাষ্ট্রপ্রধানও ছিলেন। অতএব জীবনের প্রতিটি স্তরে তাঁর অনুসরনের মধ্যেই মানবজাতির জন্য কল্যাণ ও সাফল্য নিহিত রয়েছে। বরিশাল সাংস্কৃতিক সংসদের সভাপতি এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মাহমুদ হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সরকারি বিএম কলেজের ইসলামী শিক্ষা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবদুর রব ও বরিশাল সরকারি মহিলা কলেজের ইসলামী শিক্ষা বিভাগের চেয়ারম্যান আ.জ.ম হাবিবুর রহমান। অনুষ্ঠানে ‘পশ্চিমা মনীষীদের মূল্যায়নে হযরত মুহাম্মদ (স.)’ শীর্ষক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ ওয়ালিদুর রহমান। মঞ্চে উপস্থিত ছিলেন গৌরনদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মোসলেম উদ্দিন সিকদার, বরিশাল সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা অধ্যাপক সুলতানুল আরেফীন, সহ সভাপতি মোহাম্মদ আবদুল হাই ও মুহাম্মদ আবদুল মান্নান, অনুষ্ঠানের সমন্বয়ক সাঈদ মাহফুজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ‘মুক্তবুলি’ ম্যাগাজিনের সম্পাদক ও বরিশাল সাংস্কৃতিক সংসদের পরিচালক আযাদ আলাউদ্দীন। আলোচনা সভা শেষে বরিশাল সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (স.) কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ ও বই বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অর্থসহ পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মুহিব্বুল্লাহ আরাফাত, নাতে রাসুল পরিবেশন করেন শিল্পী হুমায়রা রামিছা, ‘মহানবীর আগমন’ শিরোনামে কবিতা আবৃত্তি করে শিশু শিল্পী ত্বহিরা জান্নাত, কবি আবু তাহের বেলালের লেখা ও চৌধুরী গোলাম মাওলার লেখা নাতে রাসুল ‘চাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সল্লে আলা’ পরিবেশন করেন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর শিল্পীরা, বরিশাল সাংস্কৃতিক সংসদের শিল্পীরা পরিবেশন করেন কবি মতিউর রহমান মল্লিকের লেখা গান ‘তনুমনে তুলবো তুমুল- তূর্য তাল ও তান, এসা গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান’। সবমিলিয়ে দীর্ঘদিন পর বরিশালের শতাধিক বিশ্বাসী মানুষ সরাসরি প্রাণবন্ত একটি অনুষ্ঠান উপভোগ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT