মুসলমানরা এদেশে ভেসে আসেনি – চরমোনাই পীর মুসলমানরা এদেশে ভেসে আসেনি - চরমোনাই পীর - ajkerparibartan.com
মুসলমানরা এদেশে ভেসে আসেনি – চরমোনাই পীর

2:57 pm , November 20, 2020

মো: আফজাল হোসেন, ভোলা ॥ মুসলমানরা এদেশে ভেসে আসেনি, হুমকি-ধমকিতে কোন কাজ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন লাখো-কোটি মানুষের হৃদয়ের স্পন্দন চরমোনই পীর মুফতি সৈয়দ মো: রেজাউল করিম। ভোলায় ইসলামী আন্দোলনের ওয়ার্ড ও ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় ভোলা শহরের প্রানকেন্দ্র উকিল পাড়ায় মুসলিম গোরস্থান মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম আরো বলেন, মুসলমানরা এদেশের সন্তান। শিয়ালের মতো হুংকার দিলেই আমরা ভয় পাব এটা ভাবা বোকামি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহাবাদের অনুসরণ করে। এদেশে নাস্তিক মুরতাদ এবং ইসলামের সাথে শত্রুতা পোষণকারীদের জায়গা হবে না।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখা উত্তর আয়োজিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মো: ইউসুফ আহমেদ মনসুর বলেন, বাংলাদেশের মাটিতে ভাস্কর্যের পৌত্রলিকতা শুরু হয়েছে তা অচিরেই বন্ধ করতে হবে। ইসলামে মূর্তি নির্মাণ করা জঘন্যতম অপরাধ। বাংলাদেশে কোন অমুসলিম দেশ নয়। বাংলাদেশের মাটিতে এ ধরনের মূর্তি স্থাপন এদেশের জনগণ মেনে নেবে না।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখার সভাপতি মুহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের ভোলা জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো: মিজানুর রহমান,মাওলানা মো: তাজউদ্দিন ফারুকী, সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মমতাজী, যুগ্ম সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা আবু ইউসুফ, প্রচার সম্পাদক মাওলানা ইউসুফ আদনান প্রমুখ। ইশা ছাত্র আন্দোলন ভোলা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন এর সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলনের জেলা সহ-সভাপতি ইসমাইল সহ ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন,ইসলামী শ্রমিক আন্দোলন,ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT