বিএম কলেজের প্রভাষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিএম কলেজের প্রভাষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন - ajkerparibartan.com
বিএম কলেজের প্রভাষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

3:09 pm , November 18, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বিএম কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আরাফাত হোসাইন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় বিএম কলেজ সড়কে বিএম কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক পরিষদ এর সাধারন সম্পাদক মো. আল-আমিন সরোয়ার এ তথ্য জানিয়েছেন। এতে শিক্ষক পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আরাফাত হোসাইন ২২ নং ওয়ার্ডের জিয়া সড়ক এলাকার বাসিন্দা। ১৯৯৬ সালে তার বাবার ক্রয়কৃত বাসভবন ইরা মঞ্জিলে বসবাস করেন। কিন্তু কিছুদিন আগ থেকে ট্যারা শাহজাহান এর ছেলে মো. আমির হোসেন গাজী তাকে তার বাসভবন থেকে উৎখাতের চেষ্টা করে আসছে। সেই পরিক্রমায় গত ২৭ অক্টোবর বিকেল ৪ টায় আরাফাত হোসেন এর বাসভবনে হামলা চালিয়ে ভাংচুর করে সন্ত্রাসীরা। এ সময় তাদের বাধা দিলে লোহার রড দিয়ে পিটিয়ে মো. আরাফাত হোসাইন এর হাত ভেঙ্গে ফেলে সন্ত্রাসীরা। সে ঘটনায় মামলা দায়ের করা হয়েছে কোতয়ালী মডেল থানায়। কিন্তু এখনও হামলায় জড়িত কেউ আটক হয়নি এবং তাদের পক্ষ থেকে প্রতিনিয়ত প্রান নাশের হুমকি অব্যাহত রয়েছে। তাই এর প্রতিকার ও সুষ্ঠু বিচারের দাবিতে এই মানববন্ধন পালন করা হয়েছে। উল্লেখ্য মো. আরাফাত হোসাইন করোনাকালীন অনলাইন শ্রেনী কার্যক্রমের একজন সামনের সারির শিক্ষক। পদার্থবিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক এবং অনার্স পর্যায়ে তার অনলাইন ক্লাস যথাক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে মডেল হিসেবে সংরক্ষিত রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT