নিউ লাইফ মাদক নিরাময় কেন্দ্রে আলোচনা সভায় আজকের পরিবর্তন সম্পাদক নিউ লাইফ মাদক নিরাময় কেন্দ্রে আলোচনা সভায় আজকের পরিবর্তন সম্পাদক - ajkerparibartan.com
নিউ লাইফ মাদক নিরাময় কেন্দ্রে আলোচনা সভায় আজকের পরিবর্তন সম্পাদক

3:09 pm , November 9, 2020

উঠে দাঁড়াতে হবে আপনাকেই

নিজস্ব প্রতিবেদক ॥ ॥ বরিশালে নগরীর কাজীপাড়া এলাকায় নিউ লাইফ নামের একটি প্রতিষ্ঠান মাদকাসক্তিদের মাদক নির্মূলে কাজ করছেন। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির উদ্যোগে অনুষ্ঠিত হয় মাদকাসক্ত নির্র্মূলে চিকিৎসা ভূমিকা শীর্ষক আলোচনা সভা। প্রতিষ্ঠানটির সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় দৈনিক পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহামুদ বলেন, এ প্রতিষ্ঠান হচ্ছে আপনাদের কাছে কিছু সময়ের জন্য ব্রেক নেয়া। এর সহযোগিতায় আপনি আবার উঠে দাড়ানোর চেষ্টা করবেন। মাদক কোন সমস্যার সমাধান দিতে পারে না। মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে মানুষকে বিচ্ছিন্ন করে। যদি আপনার একার ক্ষতি হতো তাহলে বিষয়টা অন্য রকম হতো। এই প্রতিষ্ঠানে আপনি নিয়মানুসারে খাবার খাচ্ছেন, ব্যায়াম করেন, ঘুমাতে যান কিন্তু যার মা আছে, ভাই আছে, বোন আছে তারা আপনাদের কারণে ঘুমাতে পারে কিনা এটা আপনাদের উপলব্ধি করতে হবে। আজকে আপনাদের এ সমস্যার জন্য আপনি একা দায়ী না। এ সমস্যার জন্য দায়ী বন্ধু, খারাপ পরিবেশ অথবা কোন একটা অসৎ সঙ্গ। আপনার একার জন্য পরিবারের সবার সম্মানহানী, সমাজের সম্মানহানী সর্বোপরি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও আপনাকে মনে রাখতে হবে আপনি সমাজের বোঝা নন। আপনারা মাদক গ্রহণ নয়, মাদক থেকে বাঁচার জন্য মন থেকে চেষ্টা করবেন। মনে রাখতে হবে একটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার ৭০ ভাগই তার নিজের উপর নির্ভর করে। এই নিরাময় কেন্দ্রে আপনারা এসেছেন সহযোগীতার জন্য। কিন্তু উঠে দাঁড়াতে হবে নিজেকেই। আমরা প্রচারের মাধ্যমে এ সংগঠনের পাশে দাঁড়াতে পারি। এটা ব্যবসা নয়, সহায়তা কেন্দ্র। এখানে পারস্পারিক সহযোগীতা থাকতে হবে। তানা হলে সমস্যায় পড়তে হবে। এখানে আপনারা ক্ষনস্থায়ী। আপনারা যদি মনে করেন দ্রুত সুস্থ্য হয়ে স্বাভাবিক পরিবেশে ফিরে যাবেন অবশ্যই তা সম্ভব। তবে এটা নির্ভর করবে আপনার মানসিকতার উপর। যারা মাদক গ্রহন করে তাদের আমরা বাকা চোখে দেখি। এটা ঠিক না। আপনাদের মনে রাখতে হবে একবার ভুল করেছি আর করবো না। একটা ভুলের জন্য সবাই আপনাকে বাকা চোখ দেখবে। আপনাদের মনে রাখতে হবে কোন কাজে ব্যর্থ হওয়া মানেই হেরে যাওয়া নয়। আপনি পড়ে গেলে আবার নিজের পায়েই উঠে দাঁড়াতে হবে। সফল হওয়ার অনেক সুযোগ ও সময় আপনাদের সামনে পড়ে রয়েছে। বিশেষ অতিথি বক্তৃতায় এসএটিভি’র ব্যুরো প্রধান সালেহ টিটু বলেন, যারা এখানে এসেছেন তাদেরতো ক্ষতি হয়েছে। পাশাপাশি পরিবারেও অনেক ক্ষতি হয়ে গেছে। পিতামাতা আমাদের কাছে আশা করে সন্তান পরিবারের জন্য কিছু একটা করবে। আপনাদের দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে ‘আমাদের ভাল হতে হবে’। সবাই কিন্তু বন্ধু বান্ধব দ্বারা আক্রান্ত হচ্ছে। আপনার নিজের সিদ্ধান্ত নিতে হবে ‘ভাল হবো, ভালভাবে থাকবো’। এ পথে থাকলে আপনি নিজেও একটা পরিবার গড়ে তুলতে পারবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এখান থেকে সুস্থ্য হয়ে বের হয়ে আপনারা প্রত্যেকে অন্তত ৫জন বন্ধুকে ভালোর পথে আনবেন। আমি মনে করি চিকিৎসার প্রয়োজন হয় না। আপনি যদি মনের শক্তি যোগার করতে পারেন তাহলেই সফল হবেন। বিশেষ অতিথি জাগো নারীর প্রকাশক গোপাল সরকার বলেন, আপনাদের অনেক প্রতিভা আছে, দেশকে সমাজকে অনেক দূরে নিয়ে যেতে পারবেন। শুধুমাত্র আপনাদের মানসিকতা পাল্টালেই আপনারা মাদক থেকে ফিরে আসতে পারবেন বলে আমি আশা রাখি। এ ব্যাপারে নিউ লাইফ এর পরিচালক মর্তুজা জুয়েল বলেন, সরকারি মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের একাধিক কর্মকর্তা প্রতিষ্ঠানটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এ প্রতিষ্ঠান থেকে সুস্থ হওয়ার হার অন্য সকল প্রতিষ্ঠানের চেয়ে অনেক বেশী। এছাড়া সুস্থ্য হওয়াদের ফলোআপ করায় তারা কোনভাবেই আবার পূর্বের জায়গা যাওয়ার সুযোগ পাচ্ছে না। পরিচালক আরো জানান, নারী মাদকাসক্তিদের নিয়েও কাজ করার আগ্রহ রয়েছে তাদের। দ্রুত সময়ের মধ্যে তাদের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তুলবেন। যেখানে সকল দায়িত্বে থাকবে নারীরা। নারী দ্বারাই পরিচালিত হবে নারী মাদকাসক্তি প্রতিষ্ঠান। কেন্দ্র ব্যবস্থাপনা পরিচালক ইনজামুল হক শুভ জানান, গত সাত মাসের ব্যবধানে নিউ লাইফ থেকে ৮৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ভর্তি আছে ২৭ জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT