দুর্নীতির মামলায় সাবেক মেয়র কামালসহ ৫ আসামীর কারাদন্ড দুর্নীতির মামলায় সাবেক মেয়র কামালসহ ৫ আসামীর কারাদন্ড - ajkerparibartan.com
দুর্নীতির মামলায় সাবেক মেয়র কামালসহ ৫ আসামীর কারাদন্ড

3:05 pm , November 9, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ দুর্নীতির অভিযোগে ১৮ বছর পূর্বে করা মামলায়তৎকালীন বরিশাল পৌর চেয়ারম্যান ও বর্তমান সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. আহসানহাবীব কামালসহ ৫ জনকে কারাদ- দিয়েছে আদালত। এছাড়াও দন্ডিতদের মধ্যে সাবেক মেয়র কামালও ঠিকাদারকে এক কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিভাগীয় বিশেষ জজআদালতের বিচারক মো. মহসিনুল হক এ রায় ঘোষনা করেন। দন্ডিতরা হলো-তৎকালীন পৌরসভার নির্বাহীপ্রকৌশলী (বর্তমানে অবসরপ্রাপ্ত) মো. ইসহাক, সহকারী প্রকৌশলী (বর্তমানে ঢাকা নগর ভবনেরস্থানীয় সরকার বিভাগের আরবান পাবলিক অ্যান্ড এনভারমেন্টাল হেলথ সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্টেরতত্ত্বাবধায়ক প্রকৌশলী) খান মুহাম্মদ নুরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (বর্তমানে একইপদে বরিশাল সিটি কর্পোরেশনে কর্মরত) মো.আবদুস ছাত্তার ও নগরীর কালিবাড়ি রোডের বাসিন্দা ও ঠিকাদার মো. জাকির হোসেন। রায়ঘোষনার সময় সকল আসামী আদালতে উপস্থিত ছিলেন। আদালতেরবেঞ্চ সহকারী হারুন অর রশিদ মামলার উদ্ধৃতিতে জানান, ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬সালের ৩ জুন তৎকালীন পৌর এলাকায় টেলিফোন শিল্প সংস্থার ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামত দেখায়।পরে টেলিফোন শিল্প সংস্থার জাল প্যাড প্রস্তুত করে ভূয়া দরপত্র আহবান ও ভূয়া ঠিকাদারনিয়োগ দেখায়। এভাবে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শাখায়হিসাব চালু করে। ওই হিসাব নম্বরে টেলিফোন শিল্প সংস্থার দেয়া ৪ টি চেকের মোট ৩৯ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে। পরে ১১ লাখ৯৯ হাজার ৩৭১ টাকার রাস্তার মেরামত কাজ করা হয়। বাকী ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা ক্ষমতার অপব্যবহার করেএকে অপরের সহযোগীতায় আত্মসাত করে। এ অভিযোগে ২০০২ সালের ১১ অক্টোবর দুর্নীতি দমনকমিশনের উপ-পরিচালক মো. আবদুল বাছেত মামলা করেন। ২০১১ সালের ১৯ জুলাই উপ-পরিচালকমো. আবদুল বাছেত ও সহ পরিচালক এমএইচ রহমতউল্লাহ ওই ৫ জনকে অভিযুক্ত করে চার্জশীট জমাদেন। বিচারক ২০ জনের সাক্ষ্যগ্রহন শেষে বিচারক ওই রায় দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT