সমাজে সব থেকে কষ্টের কাজ করেন হরিজনরা সমাজে সব থেকে কষ্টের কাজ করেন হরিজনরা - ajkerparibartan.com
সমাজে সব থেকে কষ্টের কাজ করেন হরিজনরা

2:59 pm , November 8, 2020

সেবক কলোনী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক ॥ সমাজের সব থেকে কষ্টের কাজ করেন হরিজনরা। তাই তাদের জন্য কিছু করতে পারলে এক ধরনের ভালো লাগে। গতকাল রোববার নগরীর আমির কুটির এলাকায় বিসিসি’র সেবক কলোনী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এ কথা বলেছেন। এ সময় মেয়র বলেন, সকলের কাছ থেকে হরিজনদের অন্তত একটি ধন্যবাদ পাওয়া উচিত। হরিজনদের জন্য ভবন নির্মানের প্রকল্প গ্রহন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মেয়র সাদিক আবদুল্লাহ। এ সময় তিনি নগরীতে মুখ থুবরে পড়ে থাকা বিভিন্ন প্রকল্পের চিত্র তুলে ধরে মেয়র সাদিক বলেন, সকল প্রকল্প দুর্নীতিমুক্ত করে বাস্তবায়ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, মহানগরের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার, বিসিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম। বিসিসির নির্বাহী প্রকৌশলী মো. আবুল বাশার জানান, ২০১৭-১৮ অর্থবছরে নগরীর আমির কুটির ও কাউনিয়া এলাকায় হরিজন সম্প্রদায়ের জন্য ৩ টি ৬ তলা বিশিষ্ট ভবন নির্মান প্রকল্প নেয় সিটি কর্পোরেশন। এই প্রকল্পের ব্যয় নির্ধারন করা হয় ২২ কোটি ৭০ লাখ ৪৬ হাজার টাকা। আমির কুটির এলাকায় নির্মিত সেবক কলোনী (ভবন-বি) এর উদ্বোধন হয়। এই ভবনের প্রতি তলা ৩ হাজার ৮২২ বর্গফুটের। প্রতি তলায় ফ্ল্যাট সংখ্যা ৮ টি। প্রতি ফ্ল্যাটের আয়তন ৪৭৭.৭৫ বর্গফুট। এই ভবনটির নির্মান ব্যায় ৫ কোটি ২ লাখ ৩৪ হাজার টাকা। ভবনের ৪৪ টি ফ্ল্যাটে হরিজন সম্প্রদায়ের ৪৪ টি পরিবারকে বরাদ্দ দেওয়া হবে। আমির কুটির হরিজন সেবক কলোনীর সভাপতি সুমন দাশ জানান, একটি কমিউনিটি সেন্টার এবং ৪৪ টি ফ্ল্যাট রয়েছে এই ভবনে। আমির কুটির হরিজন সেবক কলোনীতে পুরাতন ১৪ টি কোয়ার্টার এবং ২৬ টি টিনের ঘর ছিল। প্রাকৃতিক দুর্যোগে নানা ভোগান্তিতে পড়তে হতো। এই ভবন তাদের ভোগান্তি থেকে মুক্ত করবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT