অশ্রুসিক্ত নয়নে ভান্ডারিয়ায় প্রতিমা বিসর্জন অশ্রুসিক্ত নয়নে ভান্ডারিয়ায় প্রতিমা বিসর্জন - ajkerparibartan.com
অশ্রুসিক্ত নয়নে ভান্ডারিয়ায় প্রতিমা বিসর্জন

3:06 pm , October 26, 2020

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউর মন্দির সহ উপজেলার ৪৩টি মন্দিরের পুরহিতের মন্ত্রপাঠে বিজয়া দশমীবিহিত পূজা এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ পাঁচ দিনব্যাপী ধর্মীয় উৎসব দুর্গাপূজা । গতকাল সোমবার সকালে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার বিজয়া শোভাযাত্রা হয়নি। প্রতিমা বিসর্জন কালে দূর্গার নারী ভক্তরা উলুধ্বনী ও সঙ্খ বাজায় এবংপুরুষ ভক্তরা অলিঙ্গনের মধ্য দিয়ে পরস্পর কুশল বিনিময় করেন এবং অনেকে অশ্রুশিক্ত হন এবং প্রতিমা বিসর্জন শেষে ভক্তরা শান্তির জল গ্রহন করে। এদিকে উপজেলার বিভিন্ন পূজা মন্দির ও মন্ডব পরিদর্শন করেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ভা-ারিয়া-মঠবাড়িয়া সার্কেল) মো. হাসান মোস্তফা স্বপন, ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান, জাতীয়-পার্টি জেপির উপজেলা যুগ্ম আহবায়ক মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT