অভ্যন্তরীণ ১২টি রুটের লঞ্চ চলাচল বন্ধ, গোটা নগরী প্লাবিত অভ্যন্তরীণ ১২টি রুটের লঞ্চ চলাচল বন্ধ, গোটা নগরী প্লাবিত - ajkerparibartan.com
অভ্যন্তরীণ ১২টি রুটের লঞ্চ চলাচল বন্ধ, গোটা নগরী প্লাবিত

3:12 pm , October 23, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বৈরী আবহাওয়ার কারনে বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর পেক্ষিতে অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল দপ্তর। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ’র বরিশাল অফিস পরিদর্শক মো. কবির হোসেন। অফিস দপ্তর সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বিকাল থেকে ৬৫ ফুটের নিচের সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে আবহাওয়া আরও খারাপ এবং নদী বেশি উত্তাল থাকায় অভ্যন্তরীণ ১২টি রুটের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে গত দুদিন যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে বরিশাল বিভাগে। এতে ভোগান্তিতে পড়েছে নিত্য আয়ের ও নিম্নঅঞ্চলের সাধারন মানুষ। টানা বৃষ্টিতে নগরীর পলাশপুর, বালুর মাঠ কলোনী, কেডিসি, চরের বাড়ি সহ নগরীর একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অন্যদিকে শহরের প্রাণকেন্দ্র সদররোড, প্রেস ক্লাব আগুরপুর সড়ক, বটতলা, চৌমাথা, বাংলাদেশ ব্যাংক বরিশাল আঞ্চলিক শাখা সড়ক, ভাটিখানা জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারনে পথচারীরা চরম দূর্ভোগ পোহাচ্ছেন। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে শুক্রবার সারাদিন বৃষ্টিপাত অব্যাহত ছিলো। নিম্নচাপের কারণে উপকূল অঞ্চলের পানি বৃদ্ধি হবে বলে জনান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT