আগৈলঝাড়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় ইউপি সদস্য নির্বাচিত আগৈলঝাড়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় ইউপি সদস্য নির্বাচিত - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় ইউপি সদস্য নির্বাচিত

3:05 pm , October 20, 2020

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় গতকাল মঙ্গবার নির্বাচিত হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজী ইউনুস আলী মিয়া করোনা ভাইরাসে আক্তান্ত হয়ে মারা যায়। তার ওয়ার্ড শুন্য হওয়ায় ওই ওয়ার্ডে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন অফিস। গত ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামীলীগ সমর্থক আলমগীর হোসেন মিয়া একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। ওই ওয়ার্ডে অন্যকোন প্রার্থী না থাকায় নির্বাচনের দিন গতকাল মঙ্গলবার উপ-নির্বাচনে একমাত্র প্রার্থী আলমগীর হোসেনকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করেন উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্ত মো.মিজানুর রহমান তালুকদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT