কাশিপুর থেকে ইয়াবাসহ আটক ১ কাশিপুর থেকে ইয়াবাসহ আটক ১ - ajkerparibartan.com
কাশিপুর থেকে ইয়াবাসহ আটক ১

3:04 pm , October 20, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে আটক হয় মাদক বিক্রেতা জাবেদ আকরাম সালেহ ওরফে শাওন (৩৯)। সে নগরীর পুরাপাড়া এলাকার বাসিন্দা ওহাব সিকদারের ছেলে।
র‌্যাব জানিয়েছে, নগরীর কাশিপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি দল। এ সময় সুরভী পেট্টোল পাম্পের সামনে গেলে মাদক বিক্রেতা শাওন পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া করে তাকে আটক করে র‌্যাবের দলটি। পরে তার দেহ তল্লাশী করে ১৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়ও তার কাছ থেকে মাদক বিক্রির ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে মহানগরীর বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT