3:01 pm , October 20, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি নগরীর ও সদর উপজেলার পূজা মন্ডপের জন্য অর্থ দিয়েছেন। ব্যক্তিগত তহবিল থেকে দেয়া অর্থ গতকাল মঙ্গলবার বিতরন করা হয়েছে। বরিশাল সদর উপজেলা পরিষদের মিলানায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুজা উদযাপন কমিটির হাতে এ অর্থ দেয়াহয়। এছাড়া প্রত্যেক মন্ডপের স্বেচ্ছাসেবকদের জন্য মাস্ক ও গেঞ্জি দেয়া হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান এ অর্থ বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহামুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে নারু,জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কুডু মূখার্জী সহ প্রমুখ। জানা গেছে, ব্যক্তিগত তহবিল থেক সদর উপজেলা ২২টি ও মহানগরের ৪৩টি পূজাম-পের প্রতিটিতে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।