আগৈলঝাড়ায় ফুটবল টুর্নামেন্টে দফায় দফায় হামলা-সংঘর্ষে আহত ১৮ আগৈলঝাড়ায় ফুটবল টুর্নামেন্টে দফায় দফায় হামলা-সংঘর্ষে আহত ১৮ - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় ফুটবল টুর্নামেন্টে দফায় দফায় হামলা-সংঘর্ষে আহত ১৮

3:20 pm , October 17, 2020

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় ফুটবল টুর্নামেন্টে দফায় দফায় হামলা-সংঘর্ষে উভয়পক্ষের ১৮জন আহত হয়েছে। গুরুতর আহত ৯জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা বঙ্গবন্ধু ফুটবল টুনামেন্ট নামে একটি খেলার আয়োজন করা হয়। ওই টুনামেন্টে ১৬টি দল অংশ গ্রহন করে। শুক্রবার বিকেলে রাংতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম পর্বের খেলায় আগৈলঝাড়া বাইপাস একাদশ বনাম গৈলা একাদশের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার মধ্য সময়ে আগৈলঝাড়া বাইপাস একাদশ পানি পানের বিরতি জন্য সময় চাইলে খেলার আয়োজক কমিটি সময় দিতে অনিহা প্রকাশ করায় দুপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় সংঘর্ষ বার্ধে। এর পর পুনরায় খেলা শুরু হলে ১-১ গোলে খেলা শেষ হয়। খেলা শেষে পুনরায় বাকবিতন্ডার এক পর্যায় সংঘর্ষে উভয় পক্ষের নব তালুকদার, রতন তপাদার, নাহিদ বেপারী, সজল ফকির, রিফাত আহসান, আবির পাইক, আকাশ সরদার, নাইমুল হক, রিয়াজ সরদার, নয়ন বেপারী, সজিব ফকির, নয়ন ফকির, ওসমান সরদার, সাদ্দাম মিয়া, ইব্রাহিম ফকির, শাওন ফকিরসহ ১৮জন আহত হয়েছে। এদের মধ্যে নব তালুকদারকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ও বাকী ৮ জনকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ও টরকী সুইজ ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ফুটবল টুর্নামেন্টে মারামারির ঘটনা আমাদের জানা নেই। তবে কোন পক্ষ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT