নৈতিকতা নিয়ে পণ্য উৎপাদন ও ব্যবসা করা উচিত-বিভাগীয় কমিশনার নৈতিকতা নিয়ে পণ্য উৎপাদন ও ব্যবসা করা উচিত-বিভাগীয় কমিশনার - ajkerparibartan.com
নৈতিকতা নিয়ে পণ্য উৎপাদন ও ব্যবসা করা উচিত-বিভাগীয় কমিশনার

2:47 pm , October 14, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ উৎপাদনকারীদেরকে নৈতিকতা নিয়ে পণ্য উৎপাদন ও ব্যবসা করা উচিত। কারন মানহীন পন্য আমাদের ক্ষতিগ্রস্থ করে। তাই বেশি মুনাফার লোভ পরিহার করে মান নিয়ন্ত্রিত পন্য উৎপাদন করতে হবে। গতকাল বুধবার বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত সভায় বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার এ কথা বলেন। তিনি এ সময় আরো বলেন, নি¤œমানের পন্য বর্জন করতে হবে। এ জন্য প্রশাসনের মনিটরিং বাড়াতে হবে। এছাড়াও সাধারন মানুষকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেন বিভাগীয় কমিশনার। জেলা প্রশাসক সভা কক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ আয়োজনে এ সভা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল আলম ও ক্যাব প্রতিনিধি রনজিত দত্ত। স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআইয়ের উপ-পরিচালক প্রকৌশলী মো. শফিউল্ল্যাহ খান। বক্তব্য রাখেন কেমিষ্ট ল্যাবরেটরিজের জেনারেল ম্যানেজার কাজল ঘোষ ও বরিশাল মেট্টোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT