পূজা মন্ডপে স্বাস্থ্যবিধি মানতেই হবে পূজা মন্ডপে স্বাস্থ্যবিধি মানতেই হবে - ajkerparibartan.com
পূজা মন্ডপে স্বাস্থ্যবিধি মানতেই হবে

3:02 pm , October 10, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ দুর্গাপূজা শান্তিপূর্নভাবে উদযাপনে আতশবাজি, মাইকিং ও ঢোল তবলার ব্যবহার বন্ধ রাখতে হবে। কোন ধরনের অপরাধ বরদাস্ত করবে না পুলিশ। দুর্গাপুজা উদযাপনে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং পূজাম-পে সামাজিক দূরত্ব নিশ্চিত কল্পে মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। শনিবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল সেট সভাকক্ষে অনুষ্ঠিত সভায় পুলিশ কমিশনার আরো বলেন, করোণা প্রকটের কারণে সকল পূজাম-পে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। স্যানিটাইজার ব্যবহার করে দর্শনার্থীদের মন্ডপে আসতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এডভোকেট এসএম ইকবাল, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন সহ অন্যান্য কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT