মাদক ও জাল নোটসহ আটক স্বামী স্ত্রীর কারাদন্ড মাদক ও জাল নোটসহ আটক স্বামী স্ত্রীর কারাদন্ড - ajkerparibartan.com
মাদক ও জাল নোটসহ আটক স্বামী স্ত্রীর কারাদন্ড

2:49 pm , October 6, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ জাল টাকা রাখার অপরাধে স্বামী স্ত্রী দুইজনকে ১৪ বছর করে সাজা কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও উভয়কে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার অতিরিক্ত জেলা জজ মুহাম্মদ মাহবুব আলম এ রায় দেন। দন্ডিতরা হলো- রবীন্দ্রনগর এলাকার ফকরুল ইসলাম রোকনের ছেলে দিদারুল ইসলাম শুভ ও তার স্ত্রী শিমু বেগম।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানায়, তাদের বিরুদ্ধে ২০১২ সালের ২৬ নভেম্বরবিমানবন্দর থানায় মামলা দায়ের করেন র‌্যাব ৮ এর ডিএডি আলমগীর হোসেন। মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা মাদক ও জাল টাকা বিক্রেতা। ২০১২ সালের ২৫ নভেম্বর রাতে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে ঘর থেকে ২৭ পিস ইয়াবা ও ৭৮ টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। ২০১৩ সালের ৯ জানুয়ারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন আসামীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষ ১০ জনের সাক্ষ্য নিয়ে রায় দেন। রায়ের সময় দন্ডিতরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT