2:47 pm , October 6, 2020
শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ উজিরপুরের গুঠিয়ার ইউপি সদস্য মুজাম্মেল সরদারের বিরুদ্ধে আশ্রায়ন-২ প্রকল্পের ঘর বিক্রয়ের অভিযোগের প্রমান মিলেছে। গুঠিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজ্জাম্মেল সরদার তার স্ত্রী ফাতেমা খাতুন মুন্নি’র নামে ভারুকাঠী গ্রামে ঘর বরাদ্দ নেন। স্ত্রীর নামে বরাদ্দকৃত ঘরটি ৫০ হাজার টাকা অর্থ হাতিয়ে নিয়ে দোসতিনা গ্রামের সত্তার খানের স্ত্রী বেগমের নিকট বিক্রয় করে দেয়। সরকারী ভাবে বরাদ্দকৃত ঘর টাকার বিনিময়ে বিক্রি করায় গত ১৬ আগষ্ট বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। গুঠিয়া ইউপি চেয়ারম্যান ডা: দেলোয়ার হোসেন অভিযোগের তদন্ত করে ২২ সেপ্টেম্বর উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত প্রতিবেদন দাখিল করেছেন। তিনি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন ইউপি সদেস্য মুজাম্মেল সরদারের বিরুদ্বে দায়ের করা অভিযোগের সত্যতা মিলেছে মুজাম্মেল সরদার প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন -২ প্রকল্পর একটি ঘর তালিকায় নাম না থাকা বেগম নামক এক মহিলার নিকট টাকার বিনেময় দূর্নিতী ও অনিয়মের মাধ্যমে বিক্রি করেছেন। গুঠিয়া ইউপি চেয়ারম্যান ডা: দেলোয়ার হেসেন জানিয়েছেন,৬ নং ওয়ার্ড ইউপি সদেস্য মুজাম্মেল সরদারের বিরুদ্বে টাকার বিনেময় সরকারী ঘর বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি লিখিত ভাবে উপজেলা নির্বহী কর্মকর্তাার নিকট প্রতিবেদন দাখিল করেছেন এখন যা ব্যবস্থা নেয়ার তা তিনি নিবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিস্বাস তদন্ত প্রতিবেদন পেয়েছেন বলে স্বীকার করেছেন। স্থানীয়রা অভিযোগ করেন,ইউপি সদেস্য মুজাম্মেল সরদারের বাড়ি থেকে সরকারী চাল উদ্বার করা হলেও তেমন কোন ব্যবস্থা না নেয়ার পর সে আরো বেপরোয়া হয়ে উঠেন তার বিরুদ্বে নারী কেলেঙ্কারী সহ বহু অভিযোগ রয়েছে। অভিযুক্ত ইউপি সদেস্য মুজাম্মেল সরদারের সাথে যোগাযোগের চেষ্ঠা করা হলে তাকে পাওয়া যায়নি।