শেরে বাংলার চাখারের উন্নয়নে এমপি’র নানামুখী পরিকল্পনা শেরে বাংলার চাখারের উন্নয়নে এমপি’র নানামুখী পরিকল্পনা - ajkerparibartan.com
শেরে বাংলার চাখারের উন্নয়নে এমপি’র নানামুখী পরিকল্পনা

2:48 pm , October 2, 2020

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া ॥ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা আবুল কাসেম ফজলুল হকের পূণ্য ভূমি চাখার ইউনিয়নে নানামুখী উন্নয়ন পরিকল্পনা নিয়েছেন সংসদ সদস্য মো. শাহে আলম। এর মধ্যে ১৯৪০ সালে শের-ই-বাংলার প্রতিষ্ঠিত চাখার সরকারি ফজলুল হক কলেজে ৬ কোটি টাকা ব্যয়ে লিফটসহ ৬ তলা একাডেমি ভবন নির্মাণ কাজ চলছে। লস্করপুুর- চৌধুরীরহাটে সন্ধ্যা নদীতে ফেরী চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ফেরী চলাচল শুরু হলে বানারীপাড়ার সঙ্গে উজিরপুর উপজেলার যোগাযোগের সেতুবন্ধন হবে। চাখার ১০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালটি ৩০ শয্যায় উন্নীত করনের উদ্যোগ পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে সেখানে ৯ কোটি টাকা ব্যয়ে নতুন তিনটি ভবন নির্মাণের বরাদ্দ হয়েছে। চাখার মাছের বাজার পাশের খালের উপর এবং কলেজের সামনে দুটি ব্রিজ নির্মানের জন্য টে-ার দেয়া হয়েছে। শেরে বাংলা স্মৃতি জাদুঘরের উন্নয়নের পরিকল্পনা নেয়া হয়েছে। চাখার ইউনিয়নের রাস্তায় জননিরাপত্তা ও চলাচলের সুবিধার্থে সোলার স্ট্রিট লাইট (সৌর সড়ক বাতি) স্থাপন করা হয়েছে। এ ছাড়াও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া, চাখার সাব-রেজিস্ট্রি অফিসের ভবন নির্মাণ কাজ চলমান, মাধ্যমিক স্কুল, মাদরাসাসহ সড়কের উন্নয়ন কাজ চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT