ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু ৪ অক্টোবর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু ৪ অক্টোবর - ajkerparibartan.com
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু ৪ অক্টোবর

1:35 pm , October 1, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ৪ অক্টোবর থেকে সারা দেশের ন্যায় নগরীসহ জেলায় শুরু হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। তবে প্রতিবারেরমতো এ ক্যাম্পেইন একদিনে শেষ হবে না। করোনার কারনে এবারের ক্যাম্পেউন চলবে ১৪ দিন। সেই হিসেবে এ ক্যাম্পেইন চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। যে কারনে প্রতিটি কেন্দ্রে এক দিন করে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এক কেন্দ্রের আওতাধীন শিশুদেরকে অন্য কেন্দ্রে নিয়ে না যাওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তবে কোন কারনে কোন শিশু বাদ পড়লে পাশর্^বর্তী কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে। বৃহস্পতিবার সকালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন। তিনি বলেন, সকল অভিভাবককে অবশ্যই মাস্ক পরে কেন্দ্রে যেতে হবে। স্বাস্থ্য কর্মীরা ৩ ফুট দুরত্বে থেকে শিশুকে ভিটামিন খাওয়াবে। তবে গুরুতর অসুস্থ শিশুকে ভিটামিন না খাওয়ানোর পরামর্শ দেন তিনি। সিভিল সার্জন বলেন, এবার বরিশাল জেলার ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডে ২ হাজার ৫০টি অস্থায়ী টিকাদন কেন্দ্রে এ ক্যাম্পেইন হবে। জেলার ৪ হাজার ১শত স্বেচ্ছাসেবক কর্মীদের মাধ্যমে ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লক্ষ ৭৫ হাজার ৪৯৮ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ৬ হইতে ১১ মাস বয়সের ৩৩ হাজার ৫ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মুহাইনুল ইসলাম, পুষ্টি বিষয়ক কর্মকর্তা ইব্রাহিম খলিল ও ইপিই সুপারিটেন্ডেন্ট মোঃ বজলুর রহমান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT