বিএমপি পুলিশের মোবাইল নম্বর পরিবর্তন বিএমপি পুলিশের মোবাইল নম্বর পরিবর্তন - ajkerparibartan.com
বিএমপি পুলিশের মোবাইল নম্বর পরিবর্তন

3:30 pm , September 30, 2020

প্রতিবেদক ॥ আজ থেকে নতুন মোবাইল নম্বর পাচ্ছে পুলিশ। আজ থেকে নতুন নম্বর কার্যকর হচ্ছে। এ তথ্য জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম। তিনি জানান, সারাদেশের ন্যায় মহানগর পুলিশের মোবাইল নম্বর পরিবর্তন হচ্ছে। পূর্বের মোবাইল নম্বর পরিবর্তন করে নতুন এক সিরিজের মোবাইল নম্বর পাচ্ছেন পুলিশ সদস্যরা। তিনি আরো জানান, জনগনকে দ্রুত সময়ে কাংক্ষিত সেবা নিশ্চিত করতে আইজিপি থেকে শুরু করে বাংলাদেশ পুলিশের সদস্যদের মোবাইল ফোন একই সিরিজের আওতায় আনা হয়েছে। তাই পুরাতন নম্বর পরিবর্তন করে নতুন নম্বর দেয়া হয়েছে। তিনি জানান, পুলিশের সর্বাগ্রে প্রয়োজন সর্বাধুনিক ও সেরা প্রযুক্তির যোগাযোগ নেটওয়ার্ক। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যোগাযোগের ক্ষেত্রে মোবাইল কমিউনিকেশন অতি গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে বাংলাদেশ পুলিশে বর্তমানে বিভিন্ন সিরিজের মোবাইল নম্বর ব্যবহৃত হচ্ছে। ফলে এসব মোবাইল নম্বরের সঠিকতা নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে জনগণও বিভ্রান্ত হচ্ছে। এর ফলে পুলিশের কার্যক্রম বিঘিœত হচ্ছে। এতে জনগণকে কাংক্ষিত সেবা প্রদান বিলম্বিত হচ্ছে। তাই বাংলাদেশ পুলিশের কমিউনিকেশন সিস্টেমকে একই প্লাটফর্মে নিয়ে আসতে নতুন মোবাইল নম্বর দেয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশকে একই সিরিজের তিন লাখ মোবাইল ফোন সংযোগ প্রদান করা হয়েছে। মহানগর পুলিশ কমিশনারের নতুন নম্বর হলা ০১৩২০-০৬৪০০০, অতিঃ পুলিশ কমিশনার (হেডকোয়ার্টাস) ০১৩২০-০৬৪০০৫,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) ০১৩২০-০৬৪০০৬, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) ০১৩২০-০৬৪০২০, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিষ্টিকস) ০১৩২০-০৬৪০২২, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড প্রসিকিউশন) ০১৩২০-০৬৪৩৯০, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) ০১৩২০-০৬৪৫৩০, উপ-পুলিশ কমিশনার (ডিবি) ০১৩২০-০৬৫১১০, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) ০১৩২০-০৬৫৪৪০, উপ-পুলিশ কমিশনার (উত্তর) ০১৩২০-০৬৫৫৫০,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ০১৩২০-০৬৪৬৭০।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT