ডোপ টেষ্টে ধরা পড়লে চাকুরি হারাবে -পুলিশ কমিশনার ডোপ টেষ্টে ধরা পড়লে চাকুরি হারাবে -পুলিশ কমিশনার - ajkerparibartan.com
ডোপ টেষ্টে ধরা পড়লে চাকুরি হারাবে -পুলিশ কমিশনার

3:29 pm , September 30, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনারের কার্যালয় পরিদর্শন করেছেন মহানগর পুলিশ কমিশনার। গতকাল বুধবার পরিদর্শনকালে তিনি বলেন, বৈধ সুবিধার বাহিরে অবৈধ আশা করলেই ব্যবস্থা। এ সময় তিনি আরো বলেন, আমাদের সমাজ, পরিবার ঘুণে ধরা হলেও কোন মা-বাবা চায় না তার সন্তান অন্যায় পথে চলুক, বেশির ভাগ মা-বাবা চায় সে যেন ভালো পথে চলে ন্যায়ের পথে চলে। সমাজ মাদকমুক্ত করার দায় অনেকটাই আমাদের, যাদের কাজ ভূত তাড়ানো তাদের মধ্যে কিছুতেই ভূতের বসবাস হতে পারে না। আমাদের আগে মাদকমুক্ত হতে হবে। অন্যায়ের প্রশ্রয় দিবে, মাদক খাবে, পুলিশে চাকুরী করবে ; জাতির সাথে এতবড় হিপোক্রেসি, বেঈমানী করে পুলিশে চাকুরি থাকতে পারে না। মাদক সংশ্লিষ্টতায় ডোপ টেষ্ট এ কেউ ধরা পরলেই চাকুরি হারাবে, ফৌজদারি মামলা দেয়া হবে। যে কোন ঘটনায় শতভাগ নিষ্ঠার সাথে সঠিক তদন্ত করে ন্যায় বিচার পাইয়ে দেয়া আমাদের কাজ, এ কাজ করতে গিয়ে মাথায় কোন ফাউল প্লে থাকলে তা থেকে মনকে সম্পূর্ণ পুনর্বাসিত হতে হবে। এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ জাকারিয়া রহমান, সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল, ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT