3:10 pm , September 29, 2020
নিজস্বপ প্রতিবেদক ॥ আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫ টায় বরিশাল ল কলেজের আয়োজনে ল কলেজ মিলনায়তনে ২০১৭-২০১৮ শিক্ষারর্ষের এল এল বি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল ও অধ্যক্ষ বরিশাল ল কলেজ প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিজন, এস এম ইকবাল, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, সিনিয়র সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সহকারী অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, সদস্য ম্যানেজিং কমিটি এডভোকেট মোঃ বাহাদুর শাহসহ শিক্ষক-শিক্ষার্থী গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ল কলেজ এর দুইটি পুকুরে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন। পরে জেলা প্রশাসক বরিশালসহ অন্যান্য অতিথিবৃন্দরা বরিশাল ল কলেজের ২০১৭-১৮ শিক্ষারর্ষের এল এল বি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও সভাপতি বরিশাল ল কলেজ।