প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটলেন এমপি শাওন প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটলেন এমপি শাওন - ajkerparibartan.com
প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটলেন এমপি শাওন

3:48 pm , September 28, 2020

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে লঞ্চ ভাড়া করে তেঁতুলিয়া নদীর বুকে বিচ্ছিন্ন চর কচুয়াখালী গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্ম দিন পালন করলেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। চরের সহ¯্রাধিক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাটলেন কেক। শিশুদের দিলেন নতুন পোশাক। এছাড়া চরের ৪ হাজার বাসিন্ধাদের মাঝে বিতরণ করলেন শাড়ি, লুঙ্গি ও দুপুরের খাবার। চরের মানুষকে ঘর দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন চরের মানুষের সাথে মিলে ব্যতিক্রমী এ আয়োজন করেন। সোমবার সকাল ১০টায় লালমোহন নাজিরপুর ঘাট থেকে সহ¯্রাধিক নেতা-কর্মী নিয়ে এমভি মানিক-৯ লঞ্চ বিচ্ছিন্ন চর কচুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে দিনভর চরের মানুষের সাথে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন সময় কাটান। আয়োজন করা হয় চরে মঞ্চ, প্যান্ডেল। চরের চারদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শৈশব থেকে বর্তমান পর্যন্ত হাজারো ছবির ফেস্টুন ঝুলানো হয়। সব মিলিয়ে চর কচুয়াখালী যেন হয়ে ওঠে শেখ হাসিনার একটি ভুবন। প্রধানমন্ত্রীর জন্মদিনের এমন জমকালো অনুষ্ঠান চরে হওয়ায় খুশি চরের বাসিন্দারা। এসময় এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার প্রতীক। তিনি এখন বাংলাদেশেই নয়, সারা বিশে^র জননন্দিত নেত্রী। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরবাসীর জন্য গৃহ নির্মাণ করেছেন। চরবাসী এখন আর অবহেলিত নয়। চরের ঘরে ঘরে সোলার বিদ্যুৎ, শিক্ষার জন্য স্কুল সবই করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে লালমোহনের বিচ্ছিন্ন চর কচুয়াখালীতে তার জন্মদিনের আয়োজন করা হয়। তিনি বলেন, শেখ হাসিনা আছেন বলেই বাংলার মানুষের মুখে হাসি ফোটে। তিনি আছেন বলেই দেশে এত উন্নয়ন হচ্ছে। মানুষ শান্তিতে বাসবাস করছে। শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের কাজ আমরা চোখে দেখতাম না। এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, আবুল হাসান রিমন, প্রকৌশলী এম. তানজিদ, ফরহাদ হোসেন মেহের, মূর্তজা সজিব, মোঃ শাহিন মাতাব্বর প্রমূখ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT